X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা, পুলিশসহ আহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৯, ০৯:২০আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ০৯:২১

ময়মনসিংহে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা, পুলিশসহ আহত ৩

ময়মনসিংহ মহানগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স নূর সন্সের প্রধান কার্যালয়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে। এসময় পুলিশ উপস্থিত হলে ডাকাতদের পালিয়ে যাওয়ার সময় ছোড়া গুলিতে পুলিশ সদস্যসহ ৩ জন আহত হয়েছেন।

রবিবার (১৩ জানুয়ারি) সকালে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুরুল আলম জানান, শনিবার রাত আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটেছে। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ডাকাতদের বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা, পুলিশসহ আহত ৩

তিনি আরও জানান, মহানগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স নূর সন্সের প্রধান কার্যালয়ের পেছন দিক থেকে ১৫-২০ জনের ডাকাতদলের সদস্য ছাদ টপকে ভেতরে প্রবেশ করে প্রথমে সিসি ক্যামোরার লাইন কেটে ক্যামেরা অকার্যকর করে দেয়। পরে সিকিউরিটি গার্ড বাবুল হোসেন ও বেলালকে মারধর করে রশি দিয়ে বেঁধে আটকে রাখে। কার্যালয়ের বেশ কয়েকটি তালা কেটে ভেতরে প্রবেশ করার চেষ্টা চালায়। এসময় আটকে রাখা সিকিউরিটি গার্ডদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় সামনে থাকা টহল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ডাকাতের গুলিতে ৩ নম্বর পুলিশ ফাঁড়ির টিএএসআই সাখাওয়াত হোসেন ডান হাতে গুলিবিদ্ধ হন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সিকিউরিটি গার্ড বাবুল জানান, রাতে দুজন দায়িত্ব পালন করছিলাম। কোনও কিছু বুঝে ওঠার আগেই আমাদের দুজনকে বেঁধে ফেলে এবং মারধর করে ডাকাত দলের সদস্যরা। একে একে বেশ কয়েকটি তালা কেটে কার্যালয়ের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে তারা। আমাদের চিৎকারে আশপাশের ও রাস্তার মানুষ ছুটে আসলে ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়ে পালিয়ে যায়। ১৫-২০জনের একটি দল ডাকাতি করতে এসেছিল বলেও জানায় বাবুল। 

    

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি