X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বরিশালে কাউন্সিলরের নেতৃত্বে ফার্মেসিতে হামলার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৯, ০৯:৩৯আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ০৯:৫৪

হামলার শিকার ফার্মেসি

বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যালের সামনে জেলা পরিষদের এক  নম্বর মার্কেটের ২৩ নম্বর স্টল দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমানের বিরুদ্ধে। শনিবার স্টল দখলের চেষ্টার সময় কাউন্সিলর মজিবর ওই স্টলের মালিক শামীম হাওলাদারকে মারধর এবং তার আরেকটি ফার্মেসিতে ভাঙচুর করে বলেও জানা গেছে। এতে ওই ফার্মেসির আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন শামীম।

২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি ওই স্টলটি ইজারা নেন শামীম হাওলাদার। পরে তিনি তার মূল দোকানের সঙ্গে স্টলটি এক করে নেন।

শামীমের অভিযোগ,কাউন্সিলর মজিবর রহমানের নেতৃত্বে বস্তির প্রায় অর্ধশত লোক হাতুড়ি এবং শাবল নিয়ে তার দোকানে হামলা চালায়। তারা কোনও কিছু বুঝে ওঠার আগেই ফার্মেসিতে ভাঙচুর করে। এতে বাঁধা দিলে কাউন্সিলর তাকেও মারধর করেন। হামলায় তার ফার্মেসির প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

হামলার সময় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাহফুজুর রহমান ঘটনাস্থলের সামনে দিয়ে যাচ্ছিলেন। জটলা দেখে তিনি গাড়ি থামিয়ে বিষয়টি জানতে চান। ওইসময় তিনি কাউন্সিলর মজিবরকে ভৎর্সনা করেন।

এ ঘটনায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহর কাছেও অভিযোগ করেছেন শামীম হাওলাদার। সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায়, মেডিক্যালের সামনে তারা কোনও উচ্ছেদ অভিযান চালায়নি এবং জেলা পরিষদের স্টলের বিষয়টি একান্তই জেলা পরিষদের বিষয়।

এ বিষয়ে কাউন্সিলর মজিবর রহমান বলেন, ‘সিঁড়ির কোঠায় আগে টয়লেট ছিল। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে তিনি ওই টয়লেট দখল মুক্ত করতে গিয়েছিলেন। বিষয়টি সিটি মেয়রও অবহিত আছেন।’

এ বিষয়ে শামীম হাওলাদার বলেন, জেলা পরিষদের ১ নম্বর মার্কেটের ২৩ নম্বর স্টলের পাশের সিড়ির কোঠার টয়লেটের বদলে একই মার্কেটের তৃতীয় তলায় জেলা পরিষদ তাকে (শামীম) নিজ খরচে একটি টয়লেট নির্মাণের নির্দেশ দিয়েছেন। তিনি তৃতীয় তলায় একটি গোসলখানা কাম টয়লেট, একটি টয়লেট এবং একটি  প্রস্রাবখানা নির্মাণ করে দিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান,ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শামীম হাওলাদারের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা