X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এবারের নির্বাচন জাতির জন্য কলঙ্কিত অধ্যায়: মির্জা ফখরুল

সিলেট প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৯, ১৫:২৯আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৬:৪৬

এবারের নির্বাচন জাতির জন্য কলঙ্কিত অধ্যায়: মির্জা ফখরুল একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নির্বাচনের পর প্রধানমন্ত্রী আবার সংলাপের ডাক দিয়েছেন। তবে সংলাপের এজেন্ডা কী হবে সেটি জানানো হয়নি। সংলাপে অংশ নিতে ফের নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বিষয়ক এজেন্ডা চায় জাতীয় ঐক্যফ্রন্ট।’

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকরে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘দখলদারি সরকার বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করে নিয়ে গেছে এবং তারা সংবিধান লঙ্ঘন করেছে। জনগণের রায়কে তারা ডাকাতি করে নিয়ে গেছে। সারাদেশেই সবার চোখে-মুখে একটা শোকের চিত্র ফুটে উঠেছে। এর কারণ জনগণ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি।’
নির্বাচন কমিশনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন অযোগ্য। তাদের কোনও যোগ্যতাই নেই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার। এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কী রকম হবে এই প্রশ্নেরই এখন আর প্রয়োজনই নেই।’
জাতীয় নির্বাচন বাতিল করার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আমাদের ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বারবার বলছি, গত জাতীয় নির্বাচন বাতিল করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের রায়ের মাধ্যমে একটি সরকার গঠন করতে হবে।’
জাতীয় ঐক্যফ্রন্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ঐক্যফ্রন্ট অটুট আছে, সামান্যতম কোনও সমস্যা নেই। রাজনৈতিক দলগুলোর পরস্পরের কিছুটা অমিল থাকতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের ঐক্যফ্রন্টের মধ্যে কোনও ঝামেলা নেই।’
জামায়াতকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জামায়াত নিয়ে ড. কামালের বক্তব্য গণফোরামের, এটি ঐক্যফ্রন্টের বক্তব্য নয়। এই বক্তব্য সামগ্রিকভাবে তার দলের বক্তব্য।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা নিজেদের মধ্যে এ নিয়ে এখনও কোনও আলাপ-আলোচনা করিনি। তবে আমাদের দলের পক্ষ থেকে এ বিষয় নিয়ে আলোচনা করবো।’

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী