X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানকে গণসংবর্ধনা

কেরানীগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ০৫:৪৪আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০৫:৪৪

ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানকে গণসংবর্ধনা

ঢাকা-১ (নবাবগঞ্জ-দোহার) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমানকে গণসংবর্ধনা দে য়া হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) বিকালে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়।

এই সংবর্ধনাকে কেন্দ্র করে দুপুর থেকে নবাবগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। নেতা-কর্মী ও উপস্থিত দর্শণার্থীর ভিড়ে ভরে যায় স্কুলের মাঠ। নব নির্বাচিত সংসদ সদস্য সালমান এফ রহমান

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি সালমান এফ রহমানকে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমটির সদস্য আব্দুল বাতেন মিয়া, সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ আরও অনেকে।

এসময় সালমান এফ রহমান বলেন, ‘নির্বাচনের আগে ভোটারদের কাছে যেসব ওয়াদা দিয়েছিলাম, এখন আমি সেসব ওয়াদা পূরণ করতে চাই। মাদকের বিষয়ে জিরো টলারেন্স থাকবে। নবাবগঞ্জ ও দোহারে কোনও দুর্নতি, সন্ত্রাস থাকবে না এবং ভূমি দস্যুদেরও কোনও জায়গা হবে না।’

তিনি আরও বলেন, ‘এলাকায় অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে হবে। হিন্দু ও খ্রিস্টানদের জমি-জমা কেউ দখল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার সঙ্গে যোগাযোগের জন্য কোনও মাধ্যম লাগবে না। আমি সবার সহযোগিতা নিয়েই এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে চাই।’

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!