X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আলুর ট্রাক নিয়ে পালিয়ে যাওয়া প্রতারক চক্রের তিন সদস্য সিরাজগঞ্জে গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ০৬:৩৯আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০৬:৩৯

আলুর ট্রাক নিয়ে পালিয়ে যাওয়া প্রতারক চক্রের তিন সদস্য সিরাজগঞ্জে গ্রেফতার

ট্রাক ভর্তি ২০৩ বস্তা আলু নিয়ে পালিয়ে যাওয়া প্রতারক চক্রের তিন সদস্যকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার ও ট্রাকটি জব্দ করেছে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ। এর আগে ৫ জানুয়ারি শাজাহানপুর থানায় আব্দুল খালেক নামের একজন ব্যবসায়ীর মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ শনিবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমান ফিড লিমিটেডে ওই অভিযান চালায়।

সোমবার (১৪ জানুয়ারি) শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলো- সিরাজগঞ্জ সদরের দুখিয়াবাড়ি সায়েদাবাদ গ্রামের শাজাহান আলীর ছেলে ট্রাক মালিক আল মাহমুদ (৪০), একই গ্রামের গাজী মোল্লার ছেলে মো. মোস্তফা (৩৪) ও উল্লাপাড়া উপজেলার সেনগাতী দক্ষিণপাড়া গ্রামের হানিফ আলীর ছেলে আলহাজ্ব আলী (২৩)।

শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ব্যবসায়ী মো. আবদুল খালেক গত ১৭ ডিসেম্বর নীলফামারীর কিশোরগঞ্জ থেকে তিন লাখ ১৮ হাজার ৯৩৪ টাকায় ২০৩ বস্তা আলু কেনেন। সেখান থেকে ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-২৭৭৪) ভাড়া করে আলু নিয়ে চট্টগ্রামের দিকে রওনা হন। প্রতারক চক্রের সদস্যরা রংপুরে এসে বিশ্রামের নামে ট্রাকের রেজিস্ট্রেশন প্লেট পরিবর্তন করে। এরপর চট্টগ্রামের দিকে রওনা করে। বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় পৌঁছালে হেলপারের ছদ্মবেশে থাকা ট্রাক মালিক মাহমুদ জানায়, বিশ্রাম না নিলে গন্তব্যে যাওয়া সম্ভব নয়। তাদের কথায় বিশ্বাস করে ব্যবসায়ী আবদুল খালেক ওই তিনজনকে সঙ্গে নিয়ে মায়ের দোয়া নামে একটি হোটেলে বিশ্রামের জন্য ওঠেন। এসময় প্রতারক চক্রের সদস্যরা ট্রাক মহাসড়কের পাশে সাইড করার কথা বলে আলু বোঝাই ট্রাকসহ পালিয়ে যায়। প্রতারকরা এর আগে ১৬ ডিসেম্বর সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে একটি মোবাইল ফোন ছিনতাই করেছিল। আলুর ট্রাক নিয়ে পালানোর সময় তারা ফোনটি একটি জমিতে ফেলে যায়।

পুলিশ আরও জানায়, মোবাইল ট্রাকিং প্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত ও জড়িত ট্রাক মালিকসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতারকরা ট্রাকে থাকা ব্যবসায়ীর ২০৩ বস্তা আলু বিক্রি করে দিয়েছে বলে জানিয়েছে। রবিবার বিকালে তিন প্রতারককে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা