X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শাবি শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

শাবি প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ১৭:৫৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৭:৫৩

সাইফুর-রহমান-প্রতীক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী সাইফুর রহমান প্রতীকের আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার পরিবারে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) শাবি রেজিস্ট্রার ইসফাকুল হোসেন জানান, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সাইন্সের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি দুইজন হলেন, গণিত বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম এবং সহকারী প্রক্টর মো. সামিউল ইসলাম।

এ ঘটনায় নিহতের বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিষয়ের শিক্ষক শান্তা তাওহিদা তার ভাইয়ের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী করে বেশ কয়েকটি ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে প্রতীকের বিভাগের শিক্ষকদের দায়ী করা হয়েছে। তবে মৃত্যুর ঘটনায় তারা মর্মাহত হয়েছেন এবং এ বিষয়ে তারা দায়ী নয় বলেও জানান। মঙ্গলবার (১৫ জানুয়ারি) ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘ভাইকে হত্যা করা হয়েছে এবং সেটার সুষ্ঠু বিচার দাবি করেন।’

এ বিষয়ে জানতে চাইলে সহকারী অধ্যাপক জোবেদা কনক খান বলেন, ‘আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাচ্ছি না। আপনজন চলে গেলে সবারই হিতাহিত বোধ কাজ করে না, এঘটনা আমার সঙ্গে হলে একই হতো। পুলিশ এর তদন্ত করছে। সুতরাং এ ক্ষেত্রে আসল বিষয় বেরিয়ে আসবে। যতদূর জানা গেছে সে শুধু ডিপার্টমেন্ট কেন্দ্রিক নয়, তার আরও অনেক মানসিক সমস্যা ছিল।

এ ঘটনায় অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় আমি বাকরুদ্ধ। আমার কাছে আমার সন্তান যেমন সেও তেমন। তার সঙ্গে ক্লাস ও পরীক্ষায় কখনো শিক্ষক হিসেবে কোনও বৈরি সম্পর্ক তৈরি হয়নি। তবুও কেনো আমার নামটি বলা হলো তা বুঝতে পারছি না।

এ বিষয়ে অধ্যাপক আবুল কালাম আজাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। একই বিভাগের অধ্যাপক ফারুক মিয়াও ফোন ধরেননি।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান শামসুল হক প্রধান বলেন, ‘বিভাগীয় চেয়ারম্যান হিসেবে আমার দায়িত্ব নেওয়ার সময় বেশি দিনের নয়। তবে যে ছেলেটির আত্মহত্যার খবর আমরা পাই, সে দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল হয়কো। কারণ অনেক সময় সে বিভাগে আসতো বিভাগের শিক্ষকদের সুপারিশের জন্য। আমাদের অনেক শিক্ষক তার সুপারিশে সাহায্যও করেছে।

এ রিপোর্ট লেখার সময় নিহতের বোন ঢাকা শান্তা তাওহিদা ইস্তাম্বুল থেকে দেশের পথে রওয়ানা দেওয়ায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনাটি দুঃখজনক এবং আমরা মর্মাহত। এরইমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার বিকেলে নগরীর কাজল শাহ এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা এ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন ।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’