X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়িতে সড়ক ও নৌপথ অবরোধ চলছে

রাঙামাটি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৯, ১১:০৮আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১১:২৭

বাঘাইছড়িতে সড়ক ও নৌপথ অবরোধ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও তাদের সহযোগী সংগঠনের বাঘাইছড়ি উপজেলা শাখার সদস্যসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে দাবিতে গত ৮ জানুয়ারি নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১৬ জানুয়ারি) থেকে ৪৮ ঘণ্টার জন্য বাঘাইছড়ি সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। বাঘাইছড়ি উপজেলার সব হাট-বাজারও অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক দয়াসিন্ধু চাকমা স্বাক্ষরিত এক বার্তায় এই ঘোষণা দেওয়া হয়।

গত ৪ জানুয়ারি বাঘাইছড়ির বাবুপাড়ায় প্রভাত কুসুম চাকমার বাড়িতে জনসংহতি সমিতি (এমএনলারমা) দলের সদস্য বসু চাকমা নিহত হন। সেই ঘটনায় গত ৫ জানুয়ারি বাড়ির মালিক প্রভাত কুমার বাঘাইছড়ি থানায় উপজেলা চেয়ারম্যান বড় ঋষি চাকমাসহ জনসংহতি সমিতি ও সমিতির সহযোগী সংগঠনের বাঘাইছড়ি উপজেলা শাখার সদস্যসহ ২৭ জনের বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় মামলা করা হয়। আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছিল।  আগ্নেয়াস্ত্রসহ ঢুকে সন্ত্রাসীরা বসু চাকমাকে খুন করে বলে মামলা এজাহারে উল্লেখ করা হয়।

লিখিত বক্তব্যে অভিযোগ অস্বীকার করে দয়াসিন্ধু চাকমা বলেন, ‘এই ঘটনার সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও সমিতির সহযোগী সংগঠনের কোনও সদস্য বা সমর্থক জড়িত নন। জনসংহতি সমিতি এ ধরনের হত্যাকাণ্ড ও সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। জনসংহতি সমিতি কাছে কোনও অবৈধ আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ নেই।’ জনসংহতি সমিতি ও সমিতির সহযোগী সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গত ৮ জানুয়ারি অবরোধের এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বাঘাইছড়ি থানার ওসি এম এ মঞ্জুর হক জানান, 'উপজেলায় সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে। দোকান পাটখোলা, কিছু গাড়ি চলাচল করছে, যাত্রি কম থাকায় উপজেলা থেকে রাঙামাটির জেলা সদরের উদ্দেশে কোনও লঞ্চ ছেড়ে যায়নি। বিজিবি টহল ও পুলিশ টহল হয়েছে যাতে জনসাধারণ নিরাপদে চলাচল করতে পারে।'

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ