X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দেশে কোনও গৃহহীন পরিবার থাকবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৯, ১৯:০৬আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৯:২৩

কম্বল ও শুকনো খাবার বিতরণ করছেন এনামুর রহমান (ছবি– প্রতিনিধি)

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, দেশে কোনও গৃহহীন পরিবার থাকবে না। চলতি বছরই প্রত্যেক জেলায় গৃহহীনদের জন্য উন্নত বাড়ি নির্মাণ করে দেওয়া হবে।’

বুধবার (১৬ জানুয়ারি) বিকাল ৫টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন আয়োজিত কম্বল ও শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এনামুর রহমান বলেন, ‘এ জেলায় শীতার্ত ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে দুই হাজার পিস কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হলো। জেলার চাহিদা অনুযায়ী আগামীকাল (বৃহস্পতিবার) আরও পাঁচ হাজার পিস কম্বল জেলা প্রশাসনে পাঠানো হবে।’

তিনি আরও বলেন, ‘এই জেলার গৃহহীনদের চাহিদা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাস থেকে উন্নতমানের বাড়ি নির্মাণ কার্যক্রম শুরু করা হবে। প্রত্যেক বাড়িতে দুইটি বেডরুম, একটি রান্নাঘর ও একটি বাথরুম থাকবে।’

এনামুর রহমান বলেন, ‘আমরা সবাই অত্যন্ত ভাগ্যবান। এমন নেত্রী পেয়েছি আমরা, যিনি বিশ্বে মানবতার জননী, সৎ ও পরিশ্রমী হিসেবে পরিচিতি লাভ করেছেন। যিনি সর্বদা এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘বিগত দিনে বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। তারা ক্ষমতায় থেকে জনগণের উন্নয়নে কোনও কাজ না করে নিজেদের ভাগ্যের উন্নয়নে ব্যস্ত ছিল। এজন্য এদেশের মানুষ ওই লুটেরাদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছেন।’ দেশে শতভাগ শিক্ষা নিশ্চিত ও স্বাস্থ্য খাতে সুচিকিৎসা প্রদানসহ সবস্তরে উন্নয়নের জোয়ার অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভা আগামী ৫ বছর জনগণের দোরগোড়ায় গিয়ে উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক মাহমুদুল আলমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, অতিরিক্ত সচিব আবু সৈয়দ মোহাম্মদ হাসিম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ। সভাটি পরিচালনা করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ