X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জের মহাসড়ক ও বাসভাবনে ডাকাতি, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ০৩:৩৬আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০৩:৩৯

নারায়ণগঞ্জের মহাসড়ক ও বাসভাবনে ডাকাতি, গ্রেফতার ২ নারায়ণগঞ্জের রুপগঞ্জে এশিয়ান হাইওয়ের সড়কে এবং আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে পৃথক পৃথক স্থানে ঘটা এই দুই ডাকাতির ঘটনায় ডাকাতরা নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার মোবাইলসেটসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। মহাসড়কে ডাকাতির ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করতে পারলেও বাড়িতে ডাকাতির ঘটনায় এখনও কেউ আটক হয়নি।
ভোলাব উপ-পুলিশ তদন্ত কেন্দ্রের ট্রাফিক পুলিশের এএসআই যতিন চন্দ্র রায় জানিয়েছেন, মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল ইন্সট্রাক্টর অ্যান্ড টেস্টিং সার্ভিসের চার জন কর্মকর্তা একটি প্রাইভেটকার চড়ে মহেশখালী যাচ্ছিলেন। রাত দুইটার দিকে প্রাইভেটকারটি এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় পৌছেলে আন্তঃজেলা ডাকাত দলের ৭/৮ জন সদস্য অপর একটি প্রাইভেটকার দিয়ে তাদের গাড়িটির গতিরোধ করে।
একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, ৫টি মোবাইলসেটসহ কমপক্ষে ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দেওয়ায় ঠিকাদার প্রতিষ্ঠানের এমডি সুমন আহমেদ, মিজানুর রহমানসহ ৪ জনকে পিটিয়ে আহত করে ডাকাতরা। এদিকে খবর পেয়ে ভোলাব উপ-পুলিশ তদন্ত কেন্দ্রের টহলরত পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিকে ধাওয়া করে। ডাকাতদের মধ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ সদর এলাকার নুরুন নবীর ছেলে বাপ্পি ও খুলনা সদর থানাধীন রূপসা এলাকার তৌহিদুলের ছেলে ডালিমকে গ্রেফতার করা সম্ভব হয়, বাকিরা পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক জানিয়েছেন, গ্রেফতারকৃত ডাকাতদের কারাগারে পাঠানো হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও বাকি ডাকাত সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
অপরদিকে মঙ্গলবার (১৫ জামুয়ারি) রাতে আড়াইহাজারে নোয়াপাড়া এলাকার ব্যবসায়ী মনির হোসেনের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত মনির জানিয়েছেন, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে মুখোশ পরিহিত ৮ থেকে ১০ জনের একদল ডাকাত বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে দ্বিতীয় তলায় প্রবেশ করে। ব্যবাসী মনির হোসেনের কক্ষে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে হাত-পা বেঁধে ফেলে রাখে ডাকাতরা। এরপর তারা ঘরের আলমিরা ভেঙে নগদ ৭২ হাজার টাকা, ১৮ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে।
আড়াইহাজার থানার (ওসি) আক্তার হোসেন ডকাতির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতদের গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
দুর্ঘটনার পর থেকেই পড়ে আছে ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি, ভয় পুলিশের
দুর্ঘটনার পর থেকেই পড়ে আছে ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি, ভয় পুলিশের
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস