X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
র‌্যাবের অভিযান

ফেন্সিডিল, পিস্তল, ওয়াকিটকি ও পুলিশের পোশাক উদ্ধার, আটক ৭

গাজীপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ০৬:৫১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০৬:৫৩
image

ফেন্সিডিল, পিস্তল, ওয়াকিটকি ও পুলিশের পোশাক উদ্ধার, আটক ৭ গাজীপুরে দুইটি পৃথক অভিযানে ভুয়া পুলিশ ও মাদক ব্যবসায়ীসহ ৭ জনকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে সহস্রাধিক বোতল ফেন্সিডিল, গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়াকিটকি, চাপাতি, নগদ অর্থ ও বিভিন্ন মালামালসহ দুইটি গাড়ি জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো জামালপুরের বকশিগঞ্জ উপজেলার জালোচর এলাকার মৃত মোস্তফার ছেলে মোহাদম্মদ আলী (৩৮), শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে আকরাম আলী (২৫), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে রবিউল ইসলাম (২৬), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার টেঙ্গাপাড়া এলাকার আলী নেওয়াজের ছেলে আনন্দ মিয়া (৩৬), ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার চাওড়া গ্রামের মর্তুজ আলীর ছেলে সজল মিয়া (২৮), একই উপজেলার পাইক পাড়া (পাঠশালা) এলাকার মৃত মোজাফ্ফর ভুঁইয়ার ছেলে আরিফুল ইসলাম (২৫) এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার ধেলুপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে জুয়েল রানা (৩৫)।

র‌্যাব-১ এরর স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানিয়েছেন, গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন শিরিরচালা (মেম্বারবাড়ী) এলাকায় বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে ফেন্সিডিল ক্রয়-বিক্রয় হওয়ার খবর পাওয়া যায়। এর ভিত্তিতে কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা ওই এলাকার মোহাম্মদিয়া হোটেলের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ওপর অভিযান চালিয়ে পিকআপ আরোহী সজল মিয়া, আরিফুল ইসলাম ও জুয়েল রানাকে আটক করে। এসময় এক হাজার ৫০ বোতল ফেন্সিডিল, ২৯ হাজার ৪৫০ টাকাসহ তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে চোরাইপথে আনা ভারতীয় ফেন্সিডিল দিনাজপুর জেলার বিরামপুর থেকে গাজীপুরসহ বিভিন্ন এলাকায়  বিক্রি করত। এ বিষয়ে তারা র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে।

র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাতে র‌্যাব-১ এর  পোড়াবাড়ী ক্যাম্পের স্পেশালাইজ কোম্পানির একটি দল অভিযানে যাচ্ছিল। পথে দলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় একটি প্রাইভেটকারের পেছনে এক ব্যক্তিকে দৌড়াতে দেখে। র‌্যাব সদস্যরাও ধাওয়া করে জেলার শিরিরচালা এলাকায় ওই কারটির গতিরোধ করে। র‌্যাবের উপস্থিতি দেখে প্রাইভেটকার আরোহী চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এদের একজন পুলিশের এসআইয়ের পোশাক পরিহিত ছিল। র‌্যাব সদস্যরা মোহাদম্মদ আলী, আকরাম আলী, রবিউল ইসলাম (২৬) ও আনন্দ মিয়া নামের ওই চারজনকে আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুইটি ওয়াকিটকি সেট, দুইটি হ্যান্ডকাফ, পুলিশ অফিসারদের ব্যবহৃত দুই সেট ইউনিফরম, একটি চাপাতি, চেতনা নাশক জুস ও নগদ অর্থ ও গাড়িটি জব্দ করে 

কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের ভাষ্য, আটককৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি), উপ-পরিদর্শক (এসআই) আবার কখনোও র‌্যাব সদস্যের মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করত। গ্রেফতারের এবং অস্ত্র ও চাপাতির ভয় দেখিয়ে এবং চেতনা নাশক খাইয়ে নিরীহ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা, গহনা ও মোবাইলসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নিত।

ফেন্সিডিল, পিস্তল, ওয়াকিটকি ও পুলিশের পোশাক উদ্ধার, আটক ৭

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’