X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নিখোঁজের ১৫ দিন পর শীতলক্ষ্যা থেকে জেলের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ১১:২৩আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১১:২৫

গাজীপুর গাজীপুরের কালীগঞ্জে এক জেলেকে হত্যা করে লাশ জালে পেঁচিয়ে ইট-পাথর বেঁধে শীতলক্ষ্যা নদীতে ডুবিয়ে দেওয়ার ১৫ দিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম বোরহান উদ্দিন (৪৫)। বুধবার (১৬ জানুয়ারি) বিকালে নিহতের লাশ নদী থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। বোরহান জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নারগানা এলাকার বাসিন্দা।

এদিকে একই দিনে অপর ঘটনায় নিহত কালিয়াকৈরের এক মার্কেটের কেয়ারটেকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর, জামালপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান খান ওরফে ফারুক মাস্টার ও বোরহানের শ্যালক মো. মামুন জানান, কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নারগানা এলাকার জেলে বোরহান উদ্দিন, পরিমল, কমল ও পাপন চন্দ্রকে সঙ্গে নিয়ে শীতলক্ষ্যা নদীতে মাছ ধরতে বের হয়। রাতে নৌকায় চড়ে জাল দিয়ে নদীতে মাছ ধরার একপর্যায়ে নিখোঁজ হন তিনি। পরদিন বোরহান বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন আশপাশে সব স্থানে খোঁজ করতে থাকে। কিন্তু কোথাও সন্ধান না পেয়ে তার পরিবার ৬ জানুয়ারি পলাশ থানায় ও ৭ জানুয়ারি কালীগঞ্জ থানায় পৃথক দুটি জিডি করেন। মঙ্গলবার এলাকাবাসীর সহযোগিতায় পরিমল ও তার ছেলে পাপনসহ অলককে সন্দেহজনকভাবে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান ফারুক মাস্টার আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা পূর্বশত্রুতার জেরে বোরহানকে হত্যা করে লাশ জালে পেঁচিয়ে ইট-পাথর বেঁধে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবিয়ে দেওয়ার কথা স্বীকার করে। পরে আটকদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজ বোরহানের সন্ধানে শীতলক্ষ্যা নদীতে দু দিনব্যাপী তল্লাশি চালিয়ে বুধবার বিকালে নৌকার সঙ্গে জাল দিয়ে পেঁচিয়ে হাত-পা বাঁধা তার অর্ধ গলিত লাশ ওই নদী থেকে উদ্ধার করে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নারগানা এলাকার পরিমল (৫০), তার ছেলে পাপন (২০) ও তাদের প্রতিবেশী অলককে (৩০) গ্রেফতার করেছে। রাতে নিহতের স্ত্রী তানিয়া সুলতানা বাদী হয়ে থানায় মামলা করেন।
চেয়ারম্যান আরও জানান, এক বছর আগে নৌকা ও জাল চুরির ঘটনা নিয়ে পরিমলদের সঙ্গে বোরহানের শত্রুতা সৃষ্টি হয়। এর জেরে তারা বোরহানকে হত্যা করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে মঙ্গলবার বিকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নদীতে তল্লাশি অভিাযান শুরু করে। কিন্তু অন্ধকার হওয়ায় সন্ধ্যায় তারা নদীতে তল্লাশী অভিযান স্থগিত করে। পরদিন বুধবার এ অভিযান আবার শুরু করা হলে বিকালে হাত-পা বাঁধা বোরহানের অর্ধগলিত লাশ নদী থেকে উদ্ধার করে ।
এদিকে বুধবার কালিয়াকৈরের এক মার্কেটের ছাদ থেকে ওই মার্কেটের কেয়ারটেকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শরাফত আলী (৫৫)। তার বাড়ি নওগাঁ জেলায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকার চান মিয়া সুপার মার্কেটের ছাদে বুধবার ওই মার্কেটের কেয়ারটেকার শরাফত আলীর ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ