X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

অন্ধকার যুগের পুনরাবৃত্তি যেন না হয়: পরিকল্পনামন্ত্রী

শাবি প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ১৯:৩২আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২০:০৫

শাবিতে শিক্ষাদের উদ্দেশে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘পৃথিবীতে বাঙালিদের নিয়ে গঠিত জাতিরাষ্ট্র একটি, আর তা হলো এই বাংলাদেশ। ইতিহাসকে অস্বীকার করার ক্ষমতা কারও নেই। যে নবযাত্রা শুরু হলো তাকে স্বাগত জানিয়ে আমাদের সামনে যেতে হবে। সেই পুরনো অন্ধকার যুগের যেন পুনরাবৃত্তি না হয়।’

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের স্মাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আগামী ৭০-৮০ বছরের জন্য আমরা দেশের উন্নয়নের জন্য একটি রূপরেখে তৈরি করেছি। আমরা চাই তোমরা এই রূপরেখায় পরিবর্ধন ও পরিবর্তন আনবে।’ তিনি বলেন, ‘আমরা পারবো, আমাদের অর্থের সংস্থান আছে। আমাদের মনে রাখতে হবে, দেশের মানুষ এই অর্থ দিয়ে থাকে। তাদের জন্য আমাদের কাজ করতে হবে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘তোমাদের নবীনদের জন্য সুযোগ সৃষ্টি করা আমাদের দায়িত্ব। তোমাদের নিয়েই আমরা আমাদের রাষ্ট্রকে সুন্দর করে গড়ে তুলবো।’ তিনি বলেন, ‘আমরা অবশ্যই বৈশ্বিক উন্নয়ন চাই, সড়ক চাই, সেতু চাই, উপগ্রহ চাই, পারমাণবিক প্রকল্প চাই। তার চাইতে বড় কিছু আমরা আত্মপরিচয় চাই। আমরা আমাদের আত্মপরিচয়ের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছি এবং তা পারবো।’

দেশের উন্নয়নের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছি, সব জেলার মহাসড়কগুলো চার লেনে আনা হচ্ছে, প্রথম উপগ্রহের পর দ্বিতীয় উপগ্রহ ছাড়ার পরিকল্পনা করা হচ্ছে।’

এম এ মান্নান বলেন, ‘দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে টিম বানিয়েছেন, সেই টিমের একজন সদস্য হিসেবে দেশের উন্নয়ন কাজ করে যাচ্ছি ।’ তিনি বলেন, ‘টিম সাকিব আছে, টিম মাশরাফি আছে, টিম সাস্ট আছে; তেমনি শেখ হাসিনারও টিম আছে। আমরা সবাই শেখ হাসিনার নেতৃত্বে দেশের জন্য কাজ করে যাবো।’

শাবিপ্রবি ক্যাম্পাস সম্পর্কে তিনি বলেন, ‘এই ক্যাম্পাস আমাদের গর্বের স্থান। জ্ঞান-বিজ্ঞান ও প্রগতিশীলতা চর্চার মাধ্যমে তোমরা দেশকে এগিয়ে নেবে। বিজ্ঞান ও মেডিক্যালসহ জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখা-প্রশাখা রয়েছে আমাদের। এই শাখা-প্রশাখা বিস্তারে সবাই মিলে কাজ করতে হবে।’



শাবির নবীন শিক্ষার্থীরা

বর্তমানে শেখ হাসিনার সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য বেশি গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সরকার গবেষণার মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে নিয়ে আসার চেষ্টা করছে। এর মাধ্যমে আমরা বিজ্ঞান ও প্রযুক্তিসমৃদ্ধ একটি দেশ গড়তে পারবো।’

সভাপতির বক্তব্যে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘তোমরা যারা নতুন এসেছো, তোমাদের পরিবেশ থেকে অনেক কিছু শিখতে হবে। তোমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা মেনে চলতে হবে। র‌্যাগিং, জঙ্গিবাদ, ধূমপান, মাদকসেবন ও যৌন নিপীড়নসহ বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ে চলছে জিরো টলারেন্স। এসব বিষয় তোমাদের মানতে হবে।

এছাড়া বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক তানভীর আহমেদ এবং লোকপ্রশাসন বিভাগের প্রভাষক জুবাইদা গুলশান আরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।

অনুষ্ঠানের শুরুতে নবীনদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সভাপতি ও লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান।

অন্যদের মধ্যে শিক্ষার্থীদের উদ্দেশে নির্দেশনামূলক বক্তব্য রাখেন ভর্তি কমিটির সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক আহমেদ কবীর, অ্যাগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন, অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ, মেডিক্যাল অনুষদের ডিন ডা. মইনুল হক, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, যৌন নিপীড়ন প্রতিরোধ কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন দফতরের প্রধানসহ কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রসঙ্গত, এবারের নবীনবরণ অনুষ্ঠান ‘এ’ ও ‘বি’ ইউনিটভিত্তিক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) সকালে ‘এ’ ইউনিটের নবীনবরণ অনুষ্ঠিত হয়।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা