X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দেশে আইনের শাসন সুসংহত করেছেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ২০:২১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২০:৩৬

বক্তব্য রাখছেন অ্যাডভোকেট আনিসুল হক (ছবি– প্রতিনিধি)

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘দেশে উন্নয়ন অব্যাহত থাকবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশে আইনের শাসন ফিরিয়ে এনেছি। তিনিই দেশে আইনের শাসন সুসংহত করেছেন।’

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আনিসুল হক বলেন, ‘বিএনপি মনোনয়ন দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। যার কারণে তারা ভালো কোনও প্রার্থী দিতে পারেনি।’

তিনি বলেন, ‘নির্বাচনে প্রতিটি আসনে ৫-৬ জনকে মনোনয়ন দেওয়া শুরু করে বিএনপি। এরপর তারা শুরু করে মনোনয়ন বাণিজ্য। একজন প্রার্থীও তারা ঠিকভাবে দিতে পারলো না। প্রার্থীদের কাছ থেকে টাকা নিলো হাজার কোটি। তাদের উদ্দেশ ছিল– লন্ডনে টাকা পাঠানো ও তাদের নিজেদের পকেট গরম করা এবং সেটা তারা করেছেও। তারা নির্বাচন করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’

মন্ত্রী আরও বলেন, ‘এখন তারা বলা শুরু করেছে, নির্বাচন ঠিকভাবে হয়নি। আপনারা নির্বাচনে এসেছেন, কিন্তু জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে, শেখ হাসিনাকে ভোট দিয়েছে ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ভোট দিয়েছে। আপনারা এখন বেসুরো গলায় গান গাওয়া শুরু করলেন– এটা হয় নাই, ওটা হই না!’

তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা টানা ৩য় বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। একটি সংসদের মেয়াদ থাকে ৫ বছর। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন, এই সংসদ পূর্ণ মেয়াদ থাকবে। নির্বাচন কমিশনকে সাংবিধানিকভাবে তফসিল ঘোষণার অনুরোধ করেছিলেন তিনি। নির্বাচন কমিশন তা ঘোষণা করে।’

মন্ত্রী বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দল নিয়ে আলোচনায় বসেছেন প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশন প্রথমে ২৩ ডিসেম্বর ভোটের তারিখ ঘোষণা করে। পরে তারা একের পর এক দাবি তোলা শুরু করে। তাদের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করে।’

টানা দুই মেয়াদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় আনিসুল হককে এ সংবর্ধনা দেয় উপজেলা আওয়ামী লীগসহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনগুলো।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে কসবা পৌর সুপার মার্কেটের সামনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, ভাইস-চেয়ারম্যান শাহিনা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- আহ্বায়ক রুহুল আমিন ভূঁইয়া বকুল প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া