X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভারতের ১৩শ’ রোহিঙ্গা এখন বাংলাদেশে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ২৩:৩৬আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১০:৫৯





রোহিঙ্গা শিবির ভারতে প্রত্যাবাসন এড়াতে সেদেশ থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসছে। দিন দিন ভারত থেকে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) পর্যন্ত এ মাসে ভারত থেকে ৩০০টি পরিবারের ১৩শ’ রোহিঙ্গা ভারত থেকে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পালিয়া আসা রোহিঙ্গারা জানান, তারা জম্মু-কাশ্মির, নয়াদিল্লি ও হায়দরাবাদসহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে এসেছেন। গত কয়েক মাসে ভারত থেকে দু'দফায় রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানো হয়। এছাড়া আটক করা হয় বহু রোহিঙ্গাকে। এ থেকে বাঁচতে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসছে। সম্প্রতি সৌদি আরবে থাকা রোহিঙ্গাদেরও বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম জানান, এ মাসে হঠাৎ করে ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করেছে। এ মাসে তিনশ’ পরিবারের ১৩শ’ রোহিঙ্গা ভারত থেকে পালিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। তাদের উখিয়ার ট্রানজিট পয়েন্টে আশ্রয় শিবিরে আন্তর্জাতিক সংস্থা-ইউএনএইচসিআর এর তত্বাবধানে রাখা হয়েছে। ভারত থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়টি পররাষ্ট্র দফতরে অবহিত করা হয়েছে।

রোহিঙ্গা নেতাদের মতে, ভারত থেকে পালিয়ে আসা কিছু পরিবার নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবিরের আত্মীয়-স্বজনের কাছে আশ্রয় নিয়েছে।

টেকনাফের লেদা ক্যাম্পের ডেভেলপমেন্ট কমিটির আবদুল মতলব বলেন, ‘ভারতে যেসব এলাকায় রোহিঙ্গারা আশ্রয় নিয়েছিলেন তারা এখন সেখানে ভালো নেই। তাছাড়া রোহিঙ্গাদের জোর করে মিয়ানমারে পাঠিয়ে দেবে- এই ভয়ে বাংলাদেশে পালিয়ে আসছে। সে দেশের সরকার সেখানে আশ্রিত রোহিঙ্গাদের ভালোভাবে দেখছে না।’

 

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’