X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

ঝিনাইদহ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৯, ১১:০৮আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১১:১৫

ঝিনাইদহে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা আধুনিক সভ্যতার এই যুগে দিন দিন কমে যাচ্ছে গরুর গাড়ির ব্যবহার। পাওয়ার ট্রিলার-ট্রাক্টর দখল করে নিচ্ছে গরুর লাঙল।  গরুর গাড়ি চোখে পড়ে খুবই কম। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে আর নতুন প্রজন্মকে জানান দিতে ঝিনাইদহের বেতাই গ্রামে অনুষ্ঠিত হলো গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতা দেখতে সকাল থেকে দূর-দূরান্ত থেকে ছুটে আসে হাজার হাজার মানুষ।

সদর উপজেলার গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতার আয়োজনে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত  বেতাই গ্রামের মাঠে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। যশোর, ঝিনাইদহ, মাগুরা, ও চুয়াডাঙ্গা থেকে বাছাই করা মোট ২০টি গরুর গাড়ি এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। ঝিনাইদহে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

দারুণ এ আয়োজন দেখে মুগ্ধতা প্রকাশ করেন জেলার ক্রীড়াপ্রেমী দর্শকরা। ঝিনাইদহ শহরের মডার্ন মোড় থেকে আসা খন্দকার ফারুকুজ্জামান ফরিদ বলেন, ‘গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা যে এ সুন্দর হতে পাড়ে তা না দেখলে বুঝতে পারতাম না। দেশের প্রতিটি জেলায় এ ধরনের আয়োজন করা উচিত।’ ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অনার্সের ছাত্রী লাইলা পারভীন জানান, এই প্রথম তিনি গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা দেখছেন। এ দেখে মুগ্ধ তিনি।

সাংস্কৃতিক কর্মী সোহেলি আহম্মেদ বলেন, ‘বাংলার এই এতিহ্য বর্তমান ও আগামী প্রজন্মের সামনে তুলে ধরার জন্য প্রতি বছর এ আয়োজন করা উচিত।’ ঝিনাইদহে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

এ ব্যাপারে আয়োজক নাসির উদ্দিন মালিতা বলেন, ‘গৃহপালিত এই প্রাণীটি আবহমান কাল থেকেই কৃষকের হালচাষের অবিচ্ছেদ্য অংশ। আমাদের জীবনের পরতে পরতে ছড়িয়ে আছে গরুর উপকারিতা। তবে মাঝে মাঝে এই প্রাণীটি হয়ে ওঠে বিনোদনেরও অংশ। তাই গ্রাম বাংলার সহজ সরল মানুষকে আনন্দ দিতে আর গ্রামীন ঐতিহ্য ধরে রাখতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’

প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে প্রথম হয় বেতাই গ্রামের ডালিম কুমারের গরুর গাড়ি। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার হাসানুজ্জামান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কে) কনক কুমার দাস, সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম, সদর থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা