X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশে ঢুকে বাড়িতে হামলা, স্থানীয়দের ধাওয়ায় পালালো বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৯, ২৩:৩১আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১২:৩৭

লালমনিরহাট

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্ত পার হয়ে এক বাংলাদেশির বাড়িতে হামলা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একটি টহল দল। পরে স্থানীয়দের ধাওয়া খেয়ে তারা পালিয়েছে। রংপুর-৬১ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ী সীমান্তের ৮৪১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব-পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তের ভারতীয় অংশে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে, বাংলাদেশ অংশেও অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার ইব্রাহিম মিয়া বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন গরু চোরকারবারী মুংলীবাড়ী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। কোচবিহার-১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা কোম্পানি সদরে টহলরত দুই জন বিএসএফ সদস্য চোরকারবারীদের ধাওয়া করে। একপর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশ করে এবং স্থানীয় মুংলীবাড়ী এলাকার বাসিন্দা আজিমুদ্দিন ওরফে ভুট্টুর (৪৫) বাড়িতে হামলা করে। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়।’ এসময় বিএসএফের এক সদস্য একটি শর্টগান ফেলে যায় বলেও জানান তিনি।

ইব্রাহিম মিয়া আরও বলেন, ‘এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। সীমান্তে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।’

এ ব্যাপারে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শরীফুল ইসলাম  বলেন, ‘সরেজমিনে দেখার জন্য ঘটনাস্থলের দিকে যাচ্ছি। কোচবিহার-১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক বানাম্বর শাউয়ের সঙ্গে যোগাযোগ হচ্ছে। শনিবার সকালে বৈঠকের সম্ভাবনা রয়েছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়