X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন চলছে

পটুয়াখালী প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৯, ১৪:২০আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৪:২৮

পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন তিন দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের  শতবর্ষ উদযাপন করা হচ্ছে। নবীন-প্রবীণ ছাত্রীদের মিলনমেলায় মুখরিত সরকারি বালিকা বিদ্যালয় ক্যাম্পাস। স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ১৯১৯ সালের ১৮ জুন পটুয়াখালীতে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তৎকালীন সুবিধখালীর জমিদার বাবু অন্নদা চরন দে। প্রথমে কালিতারা বালিকা বিদ্যালয় নামকরণ করা হলেও ১৯৪৬ সালে বিদ্যালয়টি পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নামে রূপান্তর করা হয়। পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

শত বর্ষ উদযাপন করতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছেন বিদ্যালয়ের সাবেক ছাত্রীরা। অনেক দিন পর সহপাঠীদের কাছে পেয়ে মেতে উঠেছেন অনাবিল আনন্দে। নবীন-প্রবীণে মিলে মিশে একাকার। শহরের বিভিন্ন সড়কে স্থাপন করা হয়েছে তোরণ, বিভিন্নভাবে সাজানো হয়েছে রাস্তাঘাট। তিন দিনব্যাপী উৎসবের প্রথম দিনে শুক্রবার সন্ধ্যা থেকে মাঝ রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক ও সংগীত পরিবেশনা। রাত ৯ দিকে প্রখ্যাত সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কন্ঠে ধ্বনিত হয় রবীন্দ্র সংগীত। আর রাত সাড়ে ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে সংগীত পরিবেশনের মাধ্যমে ভক্তদের মাতান তাহসান। আজ দ্বিতীয় দিনে থাকছে ছাত্রীদের খোলাধুলা, র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী, মধ্যান্য ভোজ, সাবেক শিক্ষার্থীদের স্মৃতি চারণ, সাংস্কৃতিক সন্ধ্যা ও আতশবাজি। এছারাও মূল আকর্ষণ হিসেবে রাতে থাকছে ক্লোজআপ ওয়ান খ্যাত সংগীত তারকা রাজিব ও প্রখ্যাত সংগীত শিল্পী সামিনা চৌধুরী। রবিবার দুস্থঃ নারীদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হবে। পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

এর আগে শুক্রবার সকালে স্কুলের শতবর্ষ উদযাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্নাঢ্য র‍্যালি বের করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গন থেকে র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা ও শিক্ষার্থী নার্গিস আরা হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান তারিকুজ্জামান মনি। পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

স্কুলের সাবেক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা কবিতা দাস জানান, শতবর্ষ পূর্তি উপলক্ষে পটুয়াখালী শহর জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। সাবেক শিক্ষার্থী শমি আক্তার বলেন, ‘শতবর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে বিদ্যালয়টির শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নিতে এখানে ছুটে এসেছেন। এ অনুষ্ঠানের মাধ্যমে অনেক দিন পরে আমরা সহপাঠিরা একসাথে হয়েছি। তাই আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।’ পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, ‘সরকারি বালিকা বিদ্যালয় দক্ষিণবঙ্গের একটি এতিহ্যবাহী বিদ্যাপীঠ। শতবর্ষ উপলক্ষে তিন দিন ব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠান পালিত হচ্ছে। অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করতে দেশ বরেণ্য শিল্পীদের এখানে ডাকা হয়েছে। আগামীকাল স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেখানে দুস্থ ও দরিদ্রের সেবা দানের মধ্য দিয়ে এ বিশাল আয়োজন সমাপ্তি ঘোষণা করা হবে। শুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন পুরোন ছাত্রীরা আনন্দে মেতে উঠেছেন।’ পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও