X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভিক্টোরিয়া জুটমিলে আগুনের ঘটনা তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জানুয়ারি ২০১৯, ১৯:১৪আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৯:৩০

ভিক্টোরিয়া মিলে আগুন (ফাইল ছবি)

চট্টগ্রাম নগরীর কর্নেলহাট এলাকার ভিক্টোরিয়া জুটমিলে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শনিবার (১৯ জানুয়ারি) এ তদন্ত কমিটি গঠন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাশহুদুল কবিরকে প্রধান করে এ কমিটি গঠন করা হয় বলে তিনি জানান।

হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভিক্টোরিয়া মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাশহুদুল কবিরকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে।’

কমিটির অন্য সদস্যরা হলেন– স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নেসার উদ্দিন আহমেদ মঞ্জু, সিএমপির সহকারী কমিশনার পঙ্কজ বড়ুয়া, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ।

এর আগে শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৫টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৭টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ওই মিলের থাকা আটটি গুদাম পুড়ে যায়।

ইস্পাহানি গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ‘ভিক্টোরিয়া জুট প্রডাক্টস লিমিটেড’ ২০০৬ সালে পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর থেকে কয়েকটি বড় কোম্পানি ওই স্থাপনার বিভিন্ন অংশ ভাড়া নিয়ে নিজেদের পণ্যের গুদাম হিসেবে ব্যবহার করে আসছিল। কাল প্রথমে যে গুদামটিতে আগুন লাগে সেটি আরএফএল কোম্পানি ভাড়া নিয়েছিল। ওই গুদামে তাদের প্লাস্টিকের বিভিন্ন পণ্য ছিল।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী