X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে নিজ বাসা থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৯, ১০:১৫আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১১:১২

এই বাড়ি থেকেই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয় নারায়ণগঞ্জের বন্দরে এক গৃহবধূকে কুপিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার সোনাকান্দা এলাকার হাসানুল হকের বাড়ির দ্বিতীয় তলা থেকে গৃহবধূ নাঈমা রহমানের (৩৫) আগুনে পোড়া ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র ঘোষ একথা জানিয়েছেন।

পুলিশ ও নাঈমার বড় মেয়ে আনুশী জানায়, মাবিয়া ভবনে প্রায় পাঁচ বছর ধরে তারা ভাড়া থাকে। তার বাবা থাইল্যান্ড প্রবাসী আনিসুর রহমান মিয়া। শনিবার সকালে ছোট ভাই নাফিস (৮) স্কুলে চলে যায় এবং সকাল ১১টায় সে (আনুশী) স্কুলে যায়। আনুশী স্কুল থেকে দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে বাসায় এসে দেখে দরজা বাইরে থেকে তালা দেওয়া। পরে তার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে। বেড রুমে গিয়ে মাকে রক্তাক্ত ও পুড়ে যাওয়া অবস্থায় দেখে সে প্রতিবেশীদের জানায়। এসময় প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) রফিকুল ইসলাম জানান, কে বা কারা ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ৫-৬ আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে সন্ত্রাসীরা ঘরের কাপড়চোপড় শরীরে পেঁচিয়ে আগুন ধরিয়ে দেয়। কী কারণে কারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে আমরা তা তদন্ত করে দেখছি।

তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি ধারালো মাছ কাটা বটি, একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। ওই সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করেছে।’

নারায়ণগঞ্জের  অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস চন্দ্র সাহা জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এসব আলামতের ভিত্তিতে  আমরা ঘটনাটি শিগগিরই উদঘাটন করতে পারবো। আশপাশের লোকজন এই হত্যার সঙ্গে জড়িত রয়েছে কিনা না, তাও আমরা তদন্ত করে দেখছি।

/এসটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা