X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে ডাকাতির চেষ্টার অভিযোগে পুলিশের এসআইসহ পাঁচজন আটক

টাঙ্গাইল প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৯, ২০:০৮আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২০:০৮

ডাকাতির চেষ্টার অভিযোগে পুলিশের এএসআইসহ পাঁচজন আটক

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতি চেষ্টার অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শকসহ ৫জনকে আটক করে স্থানীয় জনতা। শনিবার (১৯ জানুয়ারি) রাত দুইটার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। পরে মির্জাপুর থানার পরিদর্শক তদন্ত মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বাড়ির মালিক আলমাছ মিয়া বলেন,‘শনিবার রাত আনুমানিক দুইটার দিকে আমার থাকার ঘরের দরজায় আঘাত করার পর আমরা আতঙ্কিত হয়ে উঠি। এসময় আমরা বাইরে ৬/৭ জন লোকের একটি দল দেখতে পাই। তারা পুলিশ পরিচয় দিলেও তাদের পোশাক দেখে পুলিশ মনে হয়নি। পরে তারা জোরপূর্বক ঘরে ঢুকার সময় আমরা চিৎকার শুরু করি। এসময় পাশের লোকজন এসে তাদের পাঁচজনকে ধরে ফেলে। এসময় সেখান থেকে দুইজন পালিয়ে যায়।’

আটক ব্যক্তিরা হলেন, মির্জাপুর থানার এসআই সোহেল কদ্দুছ, রংপুরের শহিদুর রহমান ও সাইদুল ইসলাম, উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোর্টবহুরিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে আনোয়ার হোসেন, মীর দেওহাটা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ফিরোজ মিয়া।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম মিজানুল হক বলেন, ‘মূলত ঘটনাটি ডাকাতির চেষ্টা না। এসআই সোহেল কদ্দুছ মাদক অভিযানে গিয়ে ভুলে অন্য বাড়িতে চলে যায়। যার ফলে এ ধরণের ঘটনা ঘটেছে। এসআই সোহেল কদ্দুছ সাদা পোশাকে গিয়ে যে অপরাধ করছেন এজন্য তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিতভাবে জানানো হবে।

আটক অন্যদের বিষয়ে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে যদি দেখা যায় তাদের অন্য কোনও উদ্দেশ্য ছিল, সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া