X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবির ভর্তি বিজ্ঞপ্তিতে অসঙ্গতি, শঙ্কায় ভর্তিচ্ছুরা

নোবিপ্রবি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৯, ১২:৩২আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১২:৪১




নোবিপ্রবি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ায় কিছু শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি নিয়ে ব্যাপক অসঙ্গতির অভিযোগ উঠেছে। বিজ্ঞপ্তিতে শূন্য আসনের সংখ্যা উল্লেখ না থাকায় এবং মাইগ্রেশনের ফলাফল প্রকাশ না করার ফলে ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকার ভর্তির পর পরবর্তী সিরিয়াল থেকে শিক্ষার্থী ভর্তির নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন ভর্তিচ্ছুরা।

গত বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কিছু শূন্য আসনে ২৩ ও ২৪ জানুয়ারি শিক্ষার্থীদের ভর্তি করা হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘এভাবে কোনও কিছু নির্দিষ্ট না করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করায় পুরো বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে। ভর্তিচ্ছুদের আমরা কোনও সদুত্তর দিতে পারছি না। এতে করে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে আমরা মনে করি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মমিনুল হকের সঙ্গে কথা বললে তিনি কোনও মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তিনি এ বিষয়ে ডেপুটি রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করতে বলেন। ডেপুটি রেজিস্ট্রার জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভর্তি সচিব অ্যাপ্লায়েড কেমেস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুল আলমের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন।

তবে মোবাইলফোনে যোগাযোগ করা হলে ভর্তি সচিব ড. আশরাফুল আলম দাবি করেন বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে কোনও প্রচলিত নিয়ম নেই। এটা সম্পূর্ণ নির্ভর করে ভর্তি কমিটির ওপর। তিনি জানান, প্রতিবছরের নিয়মানুযায়ী এবারও ভর্তি প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।

এ সময় মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশের আগেই শূন্য আসনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘শিগগিরই মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ করা হবে এবং প্রকাশের পরেই ভর্তি করা হবে।’

এদিকে অসম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভর্তিচ্ছুদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এমনকি তারা ভর্তিতে জালিয়াতির শঙ্কাও প্রকাশ করেছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা