X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বরিশালে সরকারি দুই দফতরের কর্মচারীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

বরিশাল প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৯, ১৯:১৯আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২০:৩৬

সরকারি দুই দফতরের মধ্যে সংঘর্ষে খাদ্য কর্মকর্তার কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিলম্বে রেশন দেওয়াকে কেন্দ্র করে বরিশালে খাদ্য বিভাগের কর্মচারীদের সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীদের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। সোমবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নগরীর বান্দ রোডে সদর উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, প্রতিমাসে তারা সদর উপজেলা খাদ্য অফিস থেকে রেশন তোলেন। গত মাসে তাদের রেশন কম দেওয়া হয়। ওই সময় মাপে কম দেওয়ার প্রতিবাদ করায় খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ফায়ার সার্ভিস কর্মীদের আর রেশন দেবে না এবং দিলেও তাদের ভোগান্তিতে ফেলার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় সোমবার ফায়ার সার্ভিসের তিন কর্মী সদর উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে রেশন আনতে গেলে খাদ্য বিভাগের কর্মচারীরা টালবাহানা শুরু করে। তারা ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে খাদ্য বিভাগের এক কর্মকর্তা তাকে (মো. আলাউদ্দিন) চেয়ার দিয়ে আঘাত করেন। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সদর খাদ্য অফিসে গেলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডাসহ অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা কাউকে মারধর কিংবা ভাঙচুর করেনি বলে দাবি করেন আলাউদ্দিন।

সদর উপজেলা খাদ্য কর্মকর্তা নজরুল ইসলাম জানান, প্রতি মাসের মতো সোমবার দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা রেশন নিতে আসে। কিন্তু ওই সময় শ্রমিকরা গোডাউনে কাজে যায়। তাদের একটু অপেক্ষা করতে বললে তারা ক্ষিপ্ত হয়ে উপ-খাদ্য পরিদর্শক হুমায়ুন কবির, উপ-সহকারী খাদ্য কর্মকর্তা তপন, নিরাপত্তা প্রহরী রেজাউল করিম ও রেজাউল করিমকে (২) বেদম মারধর করে। এ সময় তারা সদর উপজেলা খাদ্য পরিদর্শকের কার্যালয় ভাঙচুর করে এবং ফাইলপত্র নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।

কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, দুই সরকারি দফতরের কর্মচারীদের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা