X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিজিবি-বিজিপি বৈঠকে মাদক নির্মূলে ঐকমত্য

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৯, ২৩:০৩আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২৩:১০

 

বৈঠকে অংশ নেওয়া বিজিবির প্রতিনিধি দল মিয়ানমারের মংডু শহরে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বডার্র গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক হয়েছে। এতে সীমান্তে মাদক নির্মূলে দুই পক্ষ একমত হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) দুপুরে এ বৈঠক হয়।

বৈঠক শেষে মিয়ানমার থেকে ফিরে ১১ সদস্যের প্রতিনিধি দলের প্রধান বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান সাংবাদিকদের জানান, মিয়ানমার ইয়াবা নির্মূলে একযোগে কাজ করতে আগ্রহী। পাশাপাশি সীমান্তের চোরাচালান ঠেকাতে যৌথটহল, সীমান্ত সুরক্ষা ও মাদক প্রতিরোধে ভূমিকা রাখবে তারা। তিনি জানান, সীমান্তের কাছাকাছি অবস্থানকারী বাংলাদেশিরা ভয়ভীতির মধ্যে জীবনযাপন করছে, সেই ব্যাপারে দৃষ্টি রেখে সীমান্তের কাছে পুঁতে রাখা মাইন অপসারণ ও সীমান্তের যেকোনও সমস্যাকে যোগাযোগের মাধ্যমে সম্পাদন করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান জানান, এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের ৩৭টি ইয়াবা কারখানার বিষয়ে ব্যবস্থা নিতে বলা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। মিয়ানমারে অবস্থানকারী জেলেদের সাজা শেষ হওয়ার আগে বিজিবিকে অবহিত করতে বলা হয়েছে।
তবে ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান জানান, মিয়ানমারের অভ্যন্তরে বাংলাদেশ সীমান্ত-সংলগ্ন মংডু এলাকাতেই ইয়াবা তৈরির কারখানা নেই বলে দাবি করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। তবে তারা ইতোমধ্যে সেদেশে ইয়াবাবিরোধী অভিযান শুরু করেছে। এতে বেশ কয়েকটি ইয়াবার বড় চালানসহ ইয়াবা ব্যবসায়ীকে ধরেছে বলে জানানো হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদলের বাকি সদস্যরা হলেন বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এস এম বায়েজিদ খান, বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল হক খাঁন, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্নেল মো. আসাদুজ্জামান, রামু ৩০ বিজিবি ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুর রহমান, আলীকদম ৫৭ বিজিবি ব্যাটলিয়ন কমান্ডার খন্দকার মিজানুর রহমান, কক্সবাজার রিজিয়ন পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ খালিদ আহমেদ, মেজর মো. তারেক মাহমুদ সরকার, মেজর মোহাম্মদ বিন সাহিরুল ইবনে রিয়াজ, মেজর জিএম সিরাজুল ইসলাম এবং টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার।
অন্যদিকে মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন মংডু মিয়ানমার বডার্র গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাই ই টু। তার নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধি দল সভায় অংশ নেয়।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়