X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সিলেটে বিজিবি ও চোরাকারবারিদের সংঘর্ষে নিহত ১

সিলেট প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, ০১:৪৮আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০৬:৫৪

আহত তিন বিজিবি সদস্য সিলেটের কানাইঘাট সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে বিজিবির সংঘর্ষের ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। তার নাম সিরাজ উদ্দিন (১২)। আহত হয়েছেন তিনজন বিজিবি সদস্য। লক্ষিপ্রসাদ পশ্চিম ইউপির সুনাতনপুঞ্জি গ্রামে সোমবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

সিরাজ উদ্দিন সুনাতনপুঞ্জি গ্রামের আব্দুল মুতলিবের  ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া সুলতানা বলেন, ‘বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষের সময় সিরাজ উদ্দিন গুলিবিদ্ধ হয়। বিষয়টি নিয়ে সিলেট জেলা প্রশাসনের  ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানানো হয়েছে।’

সুরইঘাট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সুরত আলী জানান, সীমান্তের ১৩১৪ নং পিলারের পাশে সুনাতনপুঞ্জি গ্রাম দিয়ে ভারত থেকে সিগারেটের একটি বড় চালান আসে। সিগারেটগুলো জব্দ করা হয়। চোরাকারবারিরা সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা বিজিবির ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে। বিজিবি আত্মরক্ষার্থে গুলি ছুড়লে সিরাজ নামের ছেলেটি গুলিবিদ্ধ হয়। চোরাকারবারিদের হামলায় বিজিবির এসিপি সাইদ, নায়েক ইমাম ও নায়েক নুর নবী আহত হন।

সিরাজের বাবা আব্দুল মুতলিব জানান, তিনি বিকালে সিরাজকে স্থানীয় সুরইঘাট বাজার থেকে পরিবারের কেনাকাটার খরচ দিয়ে বাড়ির উদ্দেশ্যে পাঠান। পথে সন্ধ্যা ৭টার দিকে আজিদ আহমদের বাড়ির উঠানে সুরইঘাট ক্যাম্পের বিজিবির সদস্যরা চোরাকারবারিদের প্রতিহত করতে গুলি করে। এতে তার গিয়ে তার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে সুরইঘাট বিজিবি ক্যাম্পের একদল জোয়ান সুনাতনপুঞ্জি গ্রামের আজিদ আহমদের বাড়ির পাশ থেকে ভারত থেকে নিয়ে আসা কয়েক কার্টন সিগারেট জব্দ করে। এসময় চোরাকারবারিরা বিজিবির কাছ থেকে সিগারেট ছিনিয়ে নিতে বিজিবির ওপর হামলা করে। তাদের হামলায় তিন বিজিবি সদস্য আহত হন। এসময় গুলিবিদ্ধ সিরাজকে রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা কানাইঘাট উপজেলা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক