X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খালপাড়ে পরিত্যক্ত অবস্থায় মিলল বস্তাভর্তি বিনামূল্যের ওষুধ

বরিশাল প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, ১০:২৩আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১০:৩১




বরিশালে পরিত্যাক্ত অবস্থায় মিলেছে বিনামূল্যে বিতরণের ওষুধ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে রোগীদের মাঝে বিনামূল্যের ওষুধ বিতরণ না করে তা ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২১ জানুয়ারি) বস্তাভর্তি বিপুল পরিমাণ মেয়াদাত্তীর্ণ ওষুধ উদ্ধার করেছেন স্থানীয়রা।

ইউপি সদস্য সঞ্জয় রায় জানান, সোমবার দুপুরে রাজিহার কমিউনিটি ক্লিনিকের সামনের খালপাড়ে একটি বস্তা দেখতে পান স্থানীয়রা। পরে ওই বস্তা থেকে কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বিতরণের জন্য দেওয়া বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করা হয়। খালপাড় থেকে উদ্ধার করা ওই ওষুধ কর্মকর্তাদের দেখানোর জন্য স্থানীয়রা নিজেদের জিম্মায় রেখেছেন। ওষুধ উদ্ধারের পর ওই ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ফাতেমাকে পাওয়া যায়নি। ক্লিনিক ছিল তালাবদ্ধ।

স্থানীয়রা জানান, গ্রামের মানুষের স্বাস্থ্যসেবার জন্য রাজিহার বাজারের পূর্ব পাশে কমিউনিটি ক্লিনিকটি নির্মাণ করা হয়। সেখানে বর্তমানে ফাতেমা আক্তার স্বাস্থ্যকর্মীর দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, ওই স্বাস্থ্যকর্মী নিয়মিত কমিউনিটি ক্লিনিকে আসেন না। এ কারণে সাধারণ রোগীরাও কোন স্বাস্থ্য সেবা পান না। দেওয়া হয় না বিনামূল্যের ওষুধও। আর দীর্ঘদিন ওষুধ বিতরণ না করায় তার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেগুলো বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে।

তবে স্বাস্থ্যকর্মী ফাতেমা আক্তার এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, সোমবার প্রশিক্ষণের জন্য উপজেলা হাসপাতালে অবস্থান করায় ক্লিনিকে আসেননি। তিনি দাবি করেন সপ্তাহের ছয় দিনই তিনি ডিউটি করেন।

তিনি বলেন, ‌‘২০১৭ সালে কমিউনিটি ক্লিনিকে যোগদান করি। এরপর থেকে সপ্তাহের ছয় দিনই ডিউটি করি। আর বস্তা ভরা ওষুধগুলো ছিল ২০১৬ সালের মেয়াদোত্তীর্ণ। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা ডা. আলতাফ হোসেনকেও জানিয়েছিলাম। কিন্তু তিনি ওই ওষুধ রিসিভ করেননি।’ তার দাবি বস্তাভর্তি ওষুধগুলো অন্য কেউ ফেলে দিয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রধান ডা. একেএম মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার (২২ জানুয়ারি) সরেজমিন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া