X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের জঙ্গি বিরোধী অভিযান সমাপ্ত, গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, ১৭:২৪আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৭:২৪

র‌্যাবের অভিযানে গ্রেফতার মনিরুল ইসলামে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাবের সাড়ে চার ঘণ্টার অভিযান শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লে.কর্নেল মাহবুবুল আলম এই অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন।

লে.কর্নেল মাহবুবুল আলম এক সংবাদ সম্মেলনে বলেন, হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার সঙ্গে জড়িত একাধিক পলাতক আসামি শিবনারায়ণপুর গ্রামে অবস্থান করছে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই তারা পালিয়ে যাওয়ায় জেএমবি’র শীর্ষ নেতাদের কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযানের সময় মনিরুল ইসলাম (৩৫) নামের এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত মনিরুল শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের মৃত. কলিমুদ্দিনের ছেলে ।’ 

র‌্যাব সূত্রে জানা গেছে, গুলসানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় জড়িত-জেএমবির এক বা একাধিক সদস্য শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামে আত্মগোপনে থেকে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে-এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৩টার দিকে সেখানে অভিযান চালায় র‌্যাব। অভিযোনের শুরুতেই ওই গ্রামের ১৫/২০টি বাড়িতে চিরুনি অভিযান চালানো হয়। সাড়ে চার ঘণ্টা তল্লাশি শেষে মঙ্গলবার সকাল ৮টার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম।

শিবনারায়নপুর গ্রামের এমদাদুল হক জানান, মঙ্গলবার গভীর রাতে র‌্যাব সদস্যরা তার বাড়িসহ আশেপাশের বেশ কিছু বাড়ি ঘিরে ফেলে। পরে প্রতিটি বাড়িতে তারা তল্লাশি চালায় এবং কিছু ছবি আমাদের দেখায় এবং আমরা তাদের চিনি কিনা জানতে চায়। কিন্তু আমরা ছবির সে সব মানুষদের চিনতে পারিনি।’

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামে র‌্যাবের অভিযান

একই গ্রামের গোলাম মোস্তফা বলেন, তার বাড়িতেও তল্লাশি করা হয়েছে। তল্লাশি শেষে র‌্যাব চলে গেছে। এত বড় ধরনের অভিযান এই গ্রামে এর আগে কখনও হয়নি। আমাদের বাড়ি ছাড়াও রুহুল আমিন, সামেদ আলী ও ফজলুল হকসহ আরও অনেকের বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাব।’

অভিযানের সময় গ্রেফতার মনিরুল ইসলামের স্ত্রী শরিফা বেগম বলেন, ‘তার স্বামী রাজমিস্ত্রির কাজ করতো। বছর তিনেক আগে তার স্বামী সৌদি আরবের সঙ্গে মিল রেখে একবার ঈদ উদযাপন করেছিলেন। তখন অপরিচিত কিছু লোক তাদের বাড়িতে আসতো এবং নামাজ-রোজার জন্য বলতো এবং নিয়মিত নামাজ-রোজা পালন করতো। স্বাভাবিক জীবনযাপন করতো। কিন্তু কখনোই মনিরুলের মাঝে উগ্রবাদী কোনও কিছুই তিনি দেখেননি। তবে কারা আসতো সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। তবে তিনি জানান, তার স্বামী খারাপ কোনও কিছুর সঙ্গে জড়িত ছিল না।

এদিকে এলাকাবাসী ও মনিরুলের বড় ভাই সামেদ আলী জানান,‘তার ভাই জঙ্গি বিষয়ক কোনও কাজকর্মে লিপ্ত এরকম কোনও কিছুই তাদের চোখে পড়েনি।’

এলাকাবাসী জানান,‘আমাদের এলাকায় জঙ্গি বিষয়ক কোনও কিছুই কখনো চোখে পড়েনি।

অপরদিকে, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে র‌্যাবের এই অভিযানকে ঘিরে শিবনারায়ণপুর গ্রামের মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। ওই গ্রাম ছাড়াও আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ ভীর জমায় অভিযান স্থলে।

আরও পড়ুন: জঙ্গি আস্তানা সন্দেহে ১৫-২০টি বাড়িতে র‌্যাবের অভিযান, আটক ১

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!