শেষ মুহূর্তে এসে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) এ নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনের আগ মুহূর্তে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্র ধর্মঘট আহ্বান করা হলে শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীদের বিভিন্ন দাবি আদায়ে সকাল থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্র ধর্মঘট আহ্বান করা হয়। এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের কমিশন নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও ইটিই বিভাগের সহকারী অধ্যাপক রাশেদুল ইসলাম জানান, শিক্ষক সমিতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। সকাল ১০টা থেকে নির্বাচন শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় ভোট গ্রহণ সম্পন্ন হয়নি। পরে নির্বাচন কমিশনের সদস্যরা নির্বাচন স্থগিত করেন। বৈঠক করে নির্বাচনের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে বলে জানান তিনি।