X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

যশোর জেলা পরিষদ ভবন ভাঙার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

যশোর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৯, ১৫:৩৯আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৫:৪০

যশোর জেলা পরিষদ ভবন ভাঙার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন যশোর জেলা পরিষদ ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে যশোরের ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটি। শনিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় যশোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ভবনটি দুই বাংলার প্রথম জেলা যশোরের দ্বিতীয় প্রশাসনিক ভবন। স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে ১৯১৩ সালে এটি নির্মিত হয়েছিল। আমাদের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে এই ভবন মিশে আছে।

তারা আরও বলেন, যশোরের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। কিন্তু অদূরদর্শীতা ও স্বার্থপ্রীতির কারণে আজ আমাদের ঐতিহ্যের স্মারকগুলো একের পর এক ধ্বংস করা হচ্ছে। এসময় জেলা পরিষদ ভবন ভাঙার সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে বৃহৎ আন্দোলনের ডাক দেওয়ারও ঘোষণা দেন বক্তারা।

ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সাংবাদিক রুকুনউদ্দৌলাহ। বক্তব্য রাখেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলাহ, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, জাসদ নেতা অ্যাডভোকেট অশোক রায়, সিপিবি নেতা অ্যাডভোকেট আবুল হোসেন, সংস্কৃতিকর্মী অধ্যাপক সুকুমার দাস, শ্রমিকনেতা মাহবুবুর রহমান মজনু, জেলা শিল্পকলা একাডেমির সেক্রেটারি অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি জিল্লুর রহমান ভিটু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের তসলিমুর রহমান, চাঁদের হাটের ফারাজী সাঈদ আহমেদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান প্রমুখ।

উল্লেখ্য, আন্দোলন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু বলেন, গত ১৫ জানুয়ারি এক সভায় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে জেলা প্রশাসন। সভায় জানানো হয়, এই ভবনটি ভেঙে সেখানে একটি বহুতল ভবন নির্মাণ করা হবে। ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। মুজিব সড়কে জেলা শহরের প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী এই ভবনটি অবস্থিত।



 

 

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ফিল্ম সংকটএক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
টিভিতে আজকের খেলা (১২মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১২মে, ২০২৫)
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল