X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

গায়ে হলুদের অনুষ্ঠানে বিয়ারের সঙ্গে স্পিরিট পানে দুইজনের মৃত্যু, মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৯, ২১:১৪আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২১:১৪

মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে বিয়ারের সঙ্গে স্পিরিট মিশিয়ে পান করে দুই যুবকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম বাদী হয়ে দুইজনের নামসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২৩ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া মাদ্রাসা রোড এলাকায় একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের কনের ভাই ও বন্ধুরাসহ কয়েকজন অতিথি আনন্দ করতে গিয়ে বিয়ার পানের আয়োজন করে। এ সময় ওই অনুষ্ঠানে হিরো কসমেটিক্স কারখানার মালিক হিরো হাওলাদারও যোগ দেয়। বিয়ার পানের পর তাদের ভালো নেশা হয়নি বলে জানালে, হিরো হাওলাদার তাদের নিজের কসমেটিকস কারখানায় রাখা স্পিরিট এনে দেয়। পরে তারা ওই বিয়ারের সঙ্গে স্পিরিট মিশিয়ে পান করে। এতে আকিব আল-হাসান (২২), আশিক (১৮), দ্বীন ইসলাম (২৮), আক্কাস (১৯) ও   রাসেলসহ (১৯) কয়েকজন ওই রাতেই অসুস্থ হয়ে যায়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এসময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকিব আল হাসান শুক্রবার সকালে এবং আশিক শুক্রবার দুপুরে মারা যায়। এঘটনায় পুলিশ বাদী হয়ে হিরো কসমেটিকস অ্যান্ড ক্যামিকেলের মালিক হিরো হাওলাদার এবং আমিনুল হকের ছেলে নাহিদসহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে ১২টি বিয়ারের খালি ক্যান ও হিরো হাওলাদারের কসমেটিকস কারখানা থেকে ৪ লিটার স্পিরিট জব্দ করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন শাহ পারভেজ জানায়, গায়ে হলুদের অনুষ্ঠানে বিয়ারের সঙ্গে স্পিরিট পানে ২ যুবকের মৃত্যু ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...