X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হাট ইজারার টাকায় ব্যবসায়ীর জন্য রাস্তা নির্মাণের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৯, ০৯:৪০আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ০৯:৫৩

হাট ইজরার টাকায় ব্যবসায়ীর জন্য রাস্তা নির্মাণের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুরে দুবলাগাড়ি হাট এলাকায় আবু রেজা নামে এক ব্যবসায়ীর চলাচলের সুবিধার্থে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রাস্তা নির্মাণ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। হাট উন্নয়নের টাকায় খোট্টাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুল্লাহ আল ফারুক নিজেই প্রকল্প সভাপতি হয়ে বিধিবহির্ভূতভাবে কাজটি করেছেন বলে জানা গেছে।

দুবলাগাড়ি হাট সংলগ্ন করতোয়া নদীর সেতুর কাছে ব্যবসায়ী আবু রেজার বাড়ি। আবু রেজা তার বাড়িতে যাতায়াতের জন্য সম্পর্কে মামা ইউপি চেয়ারম্যান ফারুককে অনুরোধ করেন। চেয়ারম্যান হাট উন্নয়নের জন্য ইজারা থেকে পাওয়া ১৫ শতাংশ টাকায় একটি প্রকল্প গ্রহণ করেন। তিনি নিজে সভাপতি হয়ে ওই ব্যবসায়ীর ব্যক্তিগত জমিতে প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্য ও ১৩ ফুট চওড়া নির্মাণের উদ্যোগ নেন। গত ২০ জানুয়ারি রাস্তার নির্মাণ কাজ শেষ হয়েছে।

আবু রেজা জানান, চেয়ারম্যান ফারুক তার সম্পর্কে মামা (চাচার শ্যালক)। বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে গাড়ি যাতায়াতের সুবিধার্থে তাকে রাস্তা নির্মাণের অনুরোধ করেছিলেন। তার অনুরোধ রাখতেই মামা ফারুক রাস্তা নির্মাণ করে দিয়েছেন। প্রথমে ৮ ফুট চওড়া করার কথা ছিল। এতে তার ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত ট্রাক চলাচল সম্ভব ছিল না। পরে ১৩ ফুট চওড়া করা হয়।

এ প্রসঙ্গে চেয়ারম্যান জানান, ব্যবসায়ী রেজা তার কেউ নন। তিনি দাবি করেন, ব্যক্তিগত সড়কে সরকারি অর্থে ইট বিছানো হয়নি। হাটের জায়গাতে ইট বিছানো হয়েছে। ব্যক্তিগত রাস্তায় ব্যক্তিগত অর্থ দিয়েই ইট বিছানো হয়। ওই রাস্তায় ইট বিছাতে প্রায় ৬০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

তিনি আরও বলেন, নিজের সম্মান রক্ষায় ব্যক্তিগত রাস্তার ইট তুলে নেওয়া হবে না। প্রয়োজনে ওই পরিমাণ রাস্তা হাটের মধ্যে করে দেওয়া হবে।

হাটের ইজারার টাকায় ব্যক্তিগত জমিতে রাস্তা নির্মাণ করার খবর প্রকাশ হলে জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুন জানান, ব্যবসায়ীর বাড়িতে যাতায়াতের জন্য হাট ইজারার টাকায় রাস্তা নির্মাণের অভিযোগ পেয়েছেন। তিনি ওই টাকা ফেরত নিতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন।

উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন জানান, চেয়ারম্যান যে পরিমাণ ব্যক্তিগত সড়ক করেছেন, হাটের মধ্যে ততটুকু রাস্তা করে দিচ্ছেন।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!