চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বর্ধিত সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সাংবাদিকসহ আহত হয়েছেন তিনজন। আজ বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, উপজেলা নির্বাচনে একক প্রার্থী মনোনীত করতে গতকাল মঙ্গলবার বর্ধিত সভা অনুষ্ঠিত হয় এবং প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। কিন্তু ওই সভায় উপজেলা পর্যায়ের নেতারা একক প্রার্থী নির্বাচনে একমত হতে না পারায় আজ বুধবার আবার সভায় বসেন। বর্ধিত এই সভায় চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে একতরফাভাবে উপজেলা নেতারা ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়ায় প্রার্থীরা ক্ষুব্ধ হন। আজ ভোট গ্রহণ না করে সময় চাওয়া হয় প্রার্থীদের পক্ষ থেকে। এ সময় সভায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় হাকিম গ্রুপের লোকজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিনকে গালাগালি করে বলে অভিযোগ উঠে। তখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দের লোকজন হাকিম গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়। এতে আওয়ামী লীগের দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে যুবলীগকর্মী লালচান, ১৪ নাম্বার পৌর ওর্য়াড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুসা ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আসাদুল্লাহ আহত হন এবং তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডের থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তবে কাউকে আটক করা হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’