ডিশ লাইন কাটাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় আওয়ামী লীগের দুই পক্ষে দুই দফায় হামলা–সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকালে আগৈলঝাড়ার পতিহার গ্রাম ও রাতে গৌরনদীর বিল্বগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় যুবলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ডিশ ব্যবসা নিয়ে গত কয়েকদিন ধরে গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য সলিল গুহ পিন্টুর গ্রুপ এবং আগৈলঝাড়ার গৈলা ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জামাল গোমস্তার গ্রুপের মধ্যে বিরোধ ছিল। এ বিরোধকে কেন্দ্র করে জামাল গোমস্তা, সাবেক পৌর কাউন্সিলর ফিরোজ রহমানসহ তাদের সহযোগীরা মঙ্গলবার বিকালে আগৈলঝাড়ার পতিহার গ্রামের ডিশ ব্যবসায়ী যুবলীগ নেতা মৃতুঞ্জয় সরকার, লক্ষণ দের ডিশ লাইনের তার কেটে দেন। বাঁধা দেওয়ায় জামাল গোমস্তার সমর্থকেরা পতিহার গ্রামের লক্ষণ দের বাড়িতে হামলা চালিয়ে কল্পনা দে, কল্যাণী কাপালী, কাঠমিস্ত্রি বিভূতি হালদার, বিপুল গাইনকে পিটিয়ে আহত করেন। এসময় লক্ষণ দের বসতঘর ভাঙচুর করা হয়।
সূত্র আরও জানায়, একইদিন রাতে প্রতিপক্ষ জামাল গোমস্তার লোকজন গৈলা ইউপির সাবেক সদস্য যুবলীগ নেতা সাইফুল ইসলাম দরবেশকে বিল্বগ্রাম বাজার এলাকায় কুপিয়ে মারাত্মক জখম করেন। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষ হয়। এতে জামাল গোমস্তা, সাইফুল ইসলাম দরবেশ, ফিরোজ রহমান, যুবলীগ কর্মী মৃতুঞ্জয় সরকার, লক্ষণ দেসহ উভয়পক্ষের ১০ জন আহত হন।
জামাল গোমস্তার অভিযোগ, ‘পিন্টু গুহ ও তাদের সহযোগীরা এলাকায় অবৈধভাবে ডিশ লাইন চালাচ্ছে। বাধা দিলে কিছুদিন আগে তাদের ডিশ লাইনের তার কেটে দেয় পিন্টু গ্রুপের লোকজন। পিন্টু গুহ ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে সোহেল বেপারীর প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের একটি স্পাইসি মেশিন (ডিস লাইন জোড়া দেওয়ার মেশিন) নিয়ে যায়।’
গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় আহত দরবেশ মেম্বরের ভাই আনোয়ার হোসেন হাওলাদার বাদী হয়ে জামাল গোমস্তা, ফিরোজ রহমান, সুজিত দাস, কামাল গোমস্তাসহ ১৭ নেতাকর্মীর নামোল্লেখ করে ২৫ জনকে আসামি মঙ্গলবার রাতে মামলা দায়ের করেছেন। এ মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ কর্মী টিুট শিকদার, সুজিত দাস ও সুমন গোমস্তাকে গ্রেফতার করা হয়েছে।’