X
শুক্রবার, ২৩ মে ২০২৫
৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সাংবাদিক শিমুল হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৯

সাংবাদিক শিমুলের মৃত্যুবার্ষিকীতের শোক র‍্যালি দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলা দুই বছরেও শেষ হয়নি। তাই মামলাটির দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে শোকর‌্যালি ও প্রতিবাদ সমাবেশ করেছেন গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবীরা। রবিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শাহজাদপুর উপজেলা চত্বর থেকে এ র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফের উপজেলা চত্বরে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সোয়া ১১টার দিকে শিমুলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের লোকজন।

প্রসঙ্গত, শাহজাদপুর পৌরসভার একটি ঠিকাদারী কাজ নিয়ে দ্বন্দ্বে মিরুর দু’সহোদর মিন্টু ও পিন্টুসহ তাদের সন্ত্রাসী বাহিনী ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর কলেজ ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে ধরে এনে পৌর এলাকায় মিরুর বাড়িতে আটকে রেখে মারধর ও হাত-পা ভেঙে দেয়। এ ঘটনায় ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা তাকে উদ্ধার করতে গিয়ে মিরুর বাড়ি ঘেরাও করে। মিরুর সহোদরাসহ উভয়পক্ষ সংঘর্ষে বাধায়। 

এসময় পেশাগত দায়িত্ব পালন ও ছবি সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক শিমুল মিরুর ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরতর আহত হন। পরদিন ৩ ফেব্রুয়ারি বগুড়ায় শজিমেক হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে মারা যান সাংবাদিক শিমুল।

শিমুলের স্ত্রী বাদী হয়ে মেয়র হালিমুল হক মিরু, তার ভাই হাবিবুল হক মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাতনামা আরও ২০/২২ সহ ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ২ মে শাহজাদপুর আমলী আদালতে অভিযোগ জমা দেয় পুলিশ।

মামলার দু’দিন পর ঢাকা থেকে গ্রেফতার হন মিরু। মন্ত্রণালয়ের নির্দেশে মেয়র পদ এবং কেন্দ্রের নির্দেশে জেলা আওয়ামী লীগেরও সাংগঠনিক সম্পাদকের পদ থেকে মিরুকে সাময়িক বহিষ্কার করা। তদন্ত শেষে ৩ মাস পর আদালতে ৩৮ জনের নামে চার্জশিট দেয় পুলিশ। শাহজাদপুর আমলী আদালত থেকে জেলা জজ আদালত এবং পরে অতিরিক্ত জেলা জজ-২য় আদালতে স্থানান্তর হয় মামলাটি। এখনও এ মামলায় অভিযোগ গঠন হয়নি।  আগামী ১২ ফ্রেবুয়ারি সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা জজ-দ্বিতীয় আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য রয়েছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমির হোসেন আমুর খালাতো ভাই ডা. রাহাত কারাগারে  
আমির হোসেন আমুর খালাতো ভাই ডা. রাহাত কারাগারে  
ইংল্যান্ডে তিন টেস্টের বেশি খেলবেন না বুমরা!
ইংল্যান্ডে তিন টেস্টের বেশি খেলবেন না বুমরা!
ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে ‘নীলচক্র’
ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে ‘নীলচক্র’
মেহেরপুরে ইউনিয়ন বিএনপির কাউন্সিল ঘিরে সংঘর্ষ, আহত ১০
মেহেরপুরে ইউনিয়ন বিএনপির কাউন্সিল ঘিরে সংঘর্ষ, আহত ১০
সর্বাধিক পঠিত
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
আগস্টে সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পূর্ণাঙ্গ তালিকা দিলো সেনাবাহিনী
আগস্টে সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পূর্ণাঙ্গ তালিকা দিলো সেনাবাহিনী
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে