X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

সাংবাদিক শিমুল হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৯

সাংবাদিক শিমুলের মৃত্যুবার্ষিকীতের শোক র‍্যালি দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলা দুই বছরেও শেষ হয়নি। তাই মামলাটির দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে শোকর‌্যালি ও প্রতিবাদ সমাবেশ করেছেন গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবীরা। রবিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শাহজাদপুর উপজেলা চত্বর থেকে এ র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফের উপজেলা চত্বরে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সোয়া ১১টার দিকে শিমুলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের লোকজন।

প্রসঙ্গত, শাহজাদপুর পৌরসভার একটি ঠিকাদারী কাজ নিয়ে দ্বন্দ্বে মিরুর দু’সহোদর মিন্টু ও পিন্টুসহ তাদের সন্ত্রাসী বাহিনী ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর কলেজ ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে ধরে এনে পৌর এলাকায় মিরুর বাড়িতে আটকে রেখে মারধর ও হাত-পা ভেঙে দেয়। এ ঘটনায় ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা তাকে উদ্ধার করতে গিয়ে মিরুর বাড়ি ঘেরাও করে। মিরুর সহোদরাসহ উভয়পক্ষ সংঘর্ষে বাধায়। 

এসময় পেশাগত দায়িত্ব পালন ও ছবি সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক শিমুল মিরুর ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরতর আহত হন। পরদিন ৩ ফেব্রুয়ারি বগুড়ায় শজিমেক হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে মারা যান সাংবাদিক শিমুল।

শিমুলের স্ত্রী বাদী হয়ে মেয়র হালিমুল হক মিরু, তার ভাই হাবিবুল হক মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাতনামা আরও ২০/২২ সহ ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ২ মে শাহজাদপুর আমলী আদালতে অভিযোগ জমা দেয় পুলিশ।

মামলার দু’দিন পর ঢাকা থেকে গ্রেফতার হন মিরু। মন্ত্রণালয়ের নির্দেশে মেয়র পদ এবং কেন্দ্রের নির্দেশে জেলা আওয়ামী লীগেরও সাংগঠনিক সম্পাদকের পদ থেকে মিরুকে সাময়িক বহিষ্কার করা। তদন্ত শেষে ৩ মাস পর আদালতে ৩৮ জনের নামে চার্জশিট দেয় পুলিশ। শাহজাদপুর আমলী আদালত থেকে জেলা জজ আদালত এবং পরে অতিরিক্ত জেলা জজ-২য় আদালতে স্থানান্তর হয় মামলাটি। এখনও এ মামলায় অভিযোগ গঠন হয়নি।  আগামী ১২ ফ্রেবুয়ারি সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা জজ-দ্বিতীয় আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য রয়েছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাফনদ জেটিঘাট জনশূন্য, মাছ ধরা বন্ধ
মিয়ানমারে সংঘাতনাফনদ জেটিঘাট জনশূন্য, মাছ ধরা বন্ধ
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৪)
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?