X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বন্ধ করে দেওয়া হলো আগৈলঝাড়ার ‘দুস্থ মানবতার হাসপাতাল’

বরিশাল প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৩

বন্ধ করে দেওয়া হলো আগৈলঝাড়ার ‘দুঃস্থ মানবতার হাসপাতাল’ বরিশালের আগৈলঝাড়ায় অপচিকিৎসায় প্রসূতির মৃত্যু ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘দুস্থ মানবতার হাসপাতালের’ সব কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে অভিযান চালিয়ে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় সাংবাদিক তপন বসু জানান, গত ৩১ জানুয়ারি হতদরিদ্র গৃহবধূ পলি (২২) এই হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় মারা যান। বিষয়টিকে ধামাচাপা দিতে মৃত গৃহবধূকে অক্সিজেন দিয়ে শেরেবাংলা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে গৃহবধূকে তার আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে তড়িঘরি করে সৎকার করা হয়।

ঘটনাটি প্রকাশ পাওয়ার পর স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহর নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও পুলিশ ফোর্স নিয়ে উপজেলার ফুল্লশ্রী বাইপাস এলাকায় অবস্থিত দুস্থ মানবতার প্রাইভেট হাসাপাতালে অভিযান পরিচালনা করেন। বুধবার অভিযানকালে ইউএনও’র সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর শুকলাল সিকদার, এসআই আব্বাসসহ প্রশাসনের কর্মকর্তারা।

ইউএনও বিপুল চন্দ্র দাস জানান, ‘অভিযানকালে ১০ বেডের ওই হাসপাতালে তিনজন এমবিবিএস চিকিৎসক, ছয় জন প্রশিক্ষিত নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ানসহ প্রয়োজনীয় যে জনবল কাঠামো থাকার কথা তা পাওয়া যায়নি। পরিবেশ অধিদফতর ও ফায়ার সার্ভিসের সনদপত্র ছিল না। সর্বোপরি রোগীদের ভুল ও অপচিকিৎসা প্রদানসহ আনাড়ি চিকিৎসকের কারণে প্রসূতির মৃত্যুর অভিযোগে হাসপাতালের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সেখানে ভর্তি রোগীদের উপজেলা সরকারি হাসপাতালে স্থানান্তরেরও নির্দেশ দেওয়া হয়। অভিযানের সময় ওই হাসপাতালটিতে কোনও চিকিৎসক, নার্স ও ল্যাবরেটরি টেকনোলজিস্টের উপস্থিতিও পাওয়া যায়নি।’

একই আদালত উপজেলা সদরের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২(৪) ধারায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া