X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কমিউনিটি অফিসারে চলছে আমুয়া ও নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা

ঝালকাঠি প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৩

কমিউনিটি অফিসারে চলছে আমুয়া ও নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ও নলছিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। চিকিৎসক সংকট থাকায় এই দুটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবা চলছে উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার দিয়ে।
আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে কর্তব্যরত অবস্থায় চারজন চিকিৎসকের মধ্যে একজনকে কর্মরত অবস্থায় পাওয়া যায়।
ডা. ছাইয়িদা সুলতানার কাছে জানতে চাইলে তিনি বলেন, মেডিক্যাল অফিসার তাপস কুমার তালুকদার কাঠালিয়ায় এসএসসি পরীক্ষা চলকালীন চিকিৎসা সেবার দায়িত্বে রয়েছেন।
মোবাইলে জানতে চাইলে ডা. তাপস কুমার তালুকদার বলেন, আমি ভান্ডারিয়া পৈকখালী বাজারে আছি। খোঁজ নিয়ে জানা যায়, কাঠালিয়া স্বাস্থ্য কমেপ্লেক্সে উপসহকারী মেডিক্যাল অফিসার (স্যাকমো) পদে রয়েছেন বিবেক চন্দ্র সমদ্দার, ১নং পাটিখালঘাটা স্বাস্থ্য কমেপ্লেক্স উপ-সহকারী মেডিক্যাল অফিসার মো. জাহিদ হাসান, আমুয়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র সুকান্ত মল্লিক। তারা বিভিন্ন বাজারে ব্যক্তিগত চেম্বার খুলে রয়েছেন বলে জানা গেছে।
তবে আমুয়ার স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের এলাকার মো. নুরু সরদার জানান, ডা. তাপস কুমার তালুকদার হাসপাতালে মাঝে মাঝে আসেন, যেদিন আসেন ২০০ টাকা হারে রোগীদের কাছ থেকে ফি বাবদ নেন ।
অপরদিকে নলছিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন চিকিৎসকের পদ থাকলেও সেখানে রয়েছেন ১০ জন, বাকি ১০ জন চিকিৎসকের শূন্যতা পূরণ করতে পারছেন না তারা।
নলছিটি হাসপাতালে কর্মরত ডা. খন্দকার ইলিয়াস বাংলা ট্রিবিউনকে বলেন, আমি নিজ উপজেলায় কর্মরত থেকে রোগীদের সেবা করতে চাই। সংবাদপত্রে প্রকাশের মাধ্যমে ডা. স্বল্পতা কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপ-সহকারী মেডিক্যাল অফিসার (স্যাকমো পদে) স্থায়ী রয়েছেন দুজন। এছাড়াও হাসপাতাল জুড়ে রয়েছেন আরও সাতজন উপসহকারী মেডিক্যাল অফিসার (স্যাকমো)।
এ বিষয়ে ঝালকাঠি সিভিল ডা. সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, ‘ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে বসার সু-ব্যবস্থা না থাকা ও চিকিৎসক স্বল্পতার কারণে উপ-সহকারী মেডিক্যাল অফিসাররা কর্মরত রয়েছেন।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা