X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গরু চোর সন্দেহে সবজি বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৯

ঝালকাঠি ঝালকাঠিতে গরু চোর সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম কালাম সর্দার। তার স্ত্রী জোহরা বেগম শনিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় লাশ শনাক্ত করেছেন। এ ঘটনায় পাল্টাপাল্টি দুইটি মামলাও দায়ের করা হয়েছে। কালামের স্ত্রীর দাবি তার স্বামী সবজি বিক্রেতা ছিলেন। 

ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, কালামের স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে ঝালকাঠি সদর থানায়  হত্যা মামলা করেছেন। অজ্ঞাতদের আসামি করা হয়েছে। গরুর মালিক তোফাজ্জেল মৃধা বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় আরেকটি মামলা দায়ের করেছেন। তিনিও অজ্ঞাতদের আসামি করেছেন।

কালাম সর্দারের স্ত্রী জোহরা বেগম জানান, কালাম পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার রাজাবাড়ি গ্রামের সুজা উদ্দীনের ছেলে। তারা বরিশালের পলাশপুর কাউনিয়ায় ভাড়া বাসায় থাকেন। তার স্বামী বরিশালে সবজি বিক্রি করতেন। দুই দিন আগে তিনি রাগ করে বাসা থেকে বেরিয়ে যান। মাঝে-মধ্যে বাসা থেকে কিছুদিনের জন্য নিরুদ্দেশও হতেন। আগে কখনও তিনি চুরি করেছেন বলে শোনেননি।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহতের ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় যাতে কোনও নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত করে দেখা হচ্ছে, কে বা কারা তাকে মেরেছে। আর আসলেই সে গরু চুরি করতে এসেছিল কিনা।’

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার দিয়াকুল গ্রামে চোর সন্দেহে কালাম সর্দারকে পিটিয়ে হত্যা করা হয়। শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: ঝালকাঠিতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!