X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

তেলকুপি সীমান্তে চোরাকারবারি-বিজিবি গুলি বিনিময়, অস্ত্র ও মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১০

উদ্ধার করা অস্ত্র ও মাদক চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে বিজিবি’র গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সোমবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় ২টি ওয়ান শ্যুটারগান, ৩টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগাজিন, ১৮ রাউন্ড গুলি, ৫০ পিস ইয়াবা ও ৮১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।

আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম সালাহ উদ্দিন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাতে ৫৯ বিজিবি’র একটি দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তেলকুপি সীমান্তের ৭৬ বিঘা এলাকায় চোরাকারবারীদের ধরতে ফাঁদ পাতে। রাত পৌনে ১টার দিকে ভারতের দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করে বিজিবি’র সদস্যরা। এ সময় কারের ভেতরে থাকা চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পাল্টা ৭ রাউন্ড গুলি চালায় বিজিবি। গোলাগুলির এক পর্যায়ে রাতের অন্ধকারে চোরাকারবারিরা ভারতে পালিয়ে যায়। গুলি বর্ষণের সময় ওই প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। ওই কারের ভেতর থেকে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং পুড়ে যাওয়া কারটিকে জব্দ করা হয়।’  তেলকুপি সীমান্তে অস্ত্র ও মাদক উদ্ধার

কারটিতে আগুন লাগার কারণ জানতে চাইলে এই কর্মকর্তা জানান, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি চোরাকারবারিরা তাদের আলামত নষ্ট করতে পালিয়ে যাওয়ার সময় কৌশলে কারটিতে আগুন ধরিয়ে দিতে পারে। অথবা গোলাগুলির সময় কারের তেলের ট্যাংকে গুলি লেগে এই আগুনের সূত্রপাত হতে পারে।’ 

তিনি আরও জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও মাদক থানায় জমা দেওয়া হয়েছে। 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী