X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নাটোরে জোড়া খুনের মামলা, বিএনপি নেতা দুলুর জামিন নামঞ্জুর

নাটোর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৪

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু   (ফাইল ছবি)

নাটোরের তেবাড়িয়া এলাকার জোড়া খুনের মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জামিন নামঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নাটোর কোর্ট ইন্সপেক্টর আমিনুর রহমান এবং সরকার পক্ষের আইনজীবী (পিপি) সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আইও তারিক বিন খালিদ জানান, ২০১৫ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নাটোরের তেবাড়িয়া এলাকায় বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে রাকিব ও রায়হান নামে দুই জন নিহত হন। এই ঘটনায় অজ্ঞাত আসামি করে দুটি পৃথক মামলা দায়ের করে রাকিবের ভাই ফিরোজ এবং রায়হানের ভাই আনজির হোসেন।

তিনি আরও জানান, তদন্ত শেষে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে গত বছরের ডিসেম্বরে চার্জশিট প্রদান করা হয়েছে। মামলার শুনানির জন্য মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে দুলুকে আদালতে হাজির করা হয়। এসময় দুলুর পক্ষের আইনজীবী জামিন চাইলেও আদালত জামিন নামঞ্জুর করে দুলুকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানি শেষে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। 

এ ব্যাপারে জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন জানান, নিহত রাকিব নাটোর এন এস কলেজ ছাত্রদল শাখার ক্রীড়া সম্পাদক এবং রায়হান সিংড়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক। অথচ আওয়ামী লীগ নিহত দুই জনকেই নিজেদের কর্মী দাবি করে নিহতের পরিবারের লোকজনকে দিয়ে চাপ সৃষ্টি করে মামলা দায়ের করেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক এই ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তি দাবি করেন।

 

 

/এএইচ/
সম্পর্কিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
অবশেষে প্রার্থিতাই প্রত্যাহার করে নিলেন প্রতিমন্ত্রী পলকের শ্যালক
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ