X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বাইসাইকেলে ইট বহন করেই জীবিকা

নওগাঁ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৪

এভাবেই বাইসাইকেলে ইট বহন করা হয় নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজারে রয়েছে দুটি ইটভাটা। ভাটা দুটির ইটের ক্রেতা আশপাশের গ্রামের মানুষ। এখানকার অধিকাংশ রাস্তাই কাঁচা ও সরু হওয়ায় ভ্যান-রিকশা চলাচলের উপযোগী নয়। তাই নির্মাণকাজে ইটের প্রয়োজন হলে বাহন হিসেবে ব্যবহার করতে হয় বাইসাইকেল। আর এই বাইসাইকেলে ইট পরিবহনের কাজটি করে জীবিকা নির্বাহ করছেন এখানকার সাত ব্যক্তি।

বাইসাইকেলে ইট পরিবহনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে একটি পেশা। বাইসাইকেল শ্রমিকদের সাতজনের একটি দল আছে। তারা সাইকেলের মাঝখানে বিশেষ কায়দায় চটের বস্তা ঝুলিয়ে ঝুঁকি নিয়ে ইট পরিবহন করেন। প্রতিটি সাইকেলে ৮০-৯০টি ইট নেওয়া যায়।

বাইসাইকেলে ইট বহনকারী জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভাটা থেকে সর্বোচ্চ চার কিলোমিটার পর্যন্ত ইট পরিবহন করে থাকি। এজন্য প্রতি পিস একটাকা করে পাওয়া যায়। দিন শেষে ৬০০-৭০০ টাকা আয় হয়।’ এটিই তার প্রধান পেশা বলেন তিনি।

অপর ইট বহনকারী ফারুক জানান, তিনি দীর্ঘদিন ধরে এ পেশার সঙ্গে জড়িত। ইটের মৌসুমে ইট পরিবহনের কাজ করলেও অন্য সময়ে হাট-বাজারে ধান, সার ও সিমেন্টের বস্তা বহনের কাজ করেন তিনি।

হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস শুকুর বলেন, ‘আমার এলাকায় সাতজনের একটি ইট পরিবহনের দল আছে। তারা বাইসাইকেলে করে ইট পরিবহন করে জীবিকা নির্বাহ করেন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের