X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হিলিতে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

হিলি প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৪
image

হিলিতে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির ৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আগামী ১৮ই মার্চ দ্বিতীয় ধাপে হাকিমপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (১৫ ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত এক জন চেয়ারম্যান, এক জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও এক জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র নিয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হারুন উর রশীদ হারুন। তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থক সোহরাফ হোসেন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনে আরা ফেন্সি, বিএনপির উপজেলা মহিলা দলের সভাপতি পারুল নাহার ও একই দলের সদস্য আকতারা চৌধুরী মনোনয়নপত্র তুলেছেন। আকতারা চৌধুরী বিগত নির্বাচনে বিএনপির মনোনয়নে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন।
হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার মোকাদ্দেছ আলী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চেয়ারম্যান পদে একজন এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জনসহ মোট পাঁচ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আগামী ১৮ তারিখ পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন করা যাবে। সেদিনই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। আগামী ১৮ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, হাকিমপুর উপজেলায় মোট ভোটার রয়েছেন ৬৯ হাজার ৮৫২ জন। এর মধ্যে মহিলা ভোটার রয়েছেন ৩৫ হাজার ৫৯ জন রবং পুরুষ ভোটার ৩৪ হাজার ৭৯৩ জন। কেন্দ্র মোট ২৫টি।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি