X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘এদেশে জামায়াতের রাজনীতি করার নৈতিক অধিকার নেই’

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৫

মতবিনিময় অনুষ্ঠানে মাহবুবউল আলম হানিফ (ছবি– প্রতিনিধি)

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘জামায়াতে ইসলামী এ দেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে অনেক আগে। এদেশে তাদের রাজনীতি করার কোনও নৈতিক অধিকার নেই, থাকতে পারে না।’

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘একাত্তরে জামায়াতের কর্মকাণ্ডের জন্য জাতির কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। একাত্তরে এ দল স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তান সৈন্যবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে এদেশে গণহত্যা চালিয়েছিল; নারী নির্যাতন করেছিল। এ ছাড়া, ঘরবাড়িতে আগুন দিয়ে জ্বালাও-পোড়াও-লুটপাট করেছিল।’

তিনি আরও বলেন, ‘এসব অপরাধের জন্য জামায়াতের বিচার ও যারা এর নেতৃত্ব দিয়েছিল, তাদের বিচারের দাবি জানিয়েছিল জনগণ। সেই বিচারকাজ আমরা শুরু করেছি। যুদ্ধাপরাধের জন্য জামায়াতের শীর্ষ নেতাদের বিচার হয়েছে। বিচারের দণ্ডও কার্যকর করা হয়েছে। আমরা মনে করি, একাত্তরের কর্মকাণ্ডের জন্য জাতির কাছে বহু আগেই জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল।’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘যে আদর্শ নিয়ে এ দল গঠিত হয়েছিল, সেই দলটা বিলুপ্ত হয়ে যাবে। এই দলের কোনও কর্মী, কোনও নেতা কোথায় কোনও দল গঠন করবে, সেটা সময়ই বলে দেবে।’

এসময় উপস্থিত ছিলেন– কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর শাহীনুর রহমান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, যুগ্ম-সম্পাদক ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদীসহ দলীয় নেতাকর্মীরা।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি নেতা বললেন ‘রিজভী ভাই আমাকে ফোন করেছিলেন’
প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি নেতা বললেন ‘রিজভী ভাই আমাকে ফোন করেছিলেন’
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী