X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে রেলমন্ত্রীর আহমদিয়া অধ্যুষিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

পঞ্চগড় প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:০৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:১০
image

রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আহমদিয়া মুসলিম জামাতের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পঞ্চগড়ের আহমদনগর পরিদর্শন করেছেন। সেখানে তিনি বলেছেন, প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে এবং প্রত্যেক নাগরিকের নিরাপত্তা বিধানে সরকার বদ্ধপরিকর। যে ধর্মেরই হোক না কেন প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করবে। এ বিষয়ে সরকার সবসময়ই সচেতন। পঞ্চগড়ে রেলমন্ত্রীর আহমদিয়া অধ্যুষিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন
মন্ত্রীর ভাষ্য, ২০১৪ সালে আগুন-সন্ত্রাস চালানো অপশক্তি জামায়াত-বিএনপি বিগত নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে হওয়া বিপুল বিজয়কে মেনে নিতে পারছে না। তাই তারা এ ধরনের ঘটনা ঘটিয়ে সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা চালাচ্ছে। বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে হাজার হাজার গাছ কেটে ফেলেছে, বাসসহ যানবাহনে আগুন দিয়েছে এবং নিরীহ পথচারীদের ওপর তাণ্ডব চালিয়েছে। আহমদনগরের ঘটনা তারই একটি ধারাবাহিকতা।
বিষয়টিকে কেন্দ্র করে আর যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আহমদনগরের আহমদিয়াদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে এবং আহমদিয়াদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ব্যয়সহ ক্ষতিপূরণ প্রদানের আশ্বাসও দিয়েছেন রেলমন্ত্রী।
পরিদর্শন শেষে রেলমন্ত্রী জলসাস্থলে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন। এসময় পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমেদ, পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদাত সম্রাট, বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আহমদনগর জামে মসজিদের ইমাম আব্দুল মতিন সভায় অভিযোগ করেন, এখনও নানান হুমকি-ধামকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আহমদনগর আহমদিয়া মুসলিম জামাতের সভাপতি দাবি করেন, ‘বিগত ৭০ বছর ধরে আমরা এ এলাকায় শান্তিপূর্ণভাবে ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছি। কখনও এ ধরনের আক্রমণের শিকার হইনি। কিন্তু এবার পরিকল্পিতভাবে আমাদের ওপর আক্রমণ করা হয়েছে।’
আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক সালানা জলসা বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে খতমে নবুয়তসহ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠনের অনুসারীরা আহমদনগরে আহমদিয়াদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ব্যবহার করে। উদ্ভূত পরিস্থিতিতে ওই রাতেই প্রশাসন জলসা অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা