X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

জামায়াত নেতার বক্তব্যকে স্বাগত, উদ্দেশ্য বোঝা যাবে পরে: দীপু মনি

চাঁদপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৩

বক্তব্য রাখছেন দীপু মনি (ছবি– প্রতিনিধি)

জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করা দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী দীপু মনি। একইসঙ্গে তার এমন বক্তব্যের উদ্দেশ্য পরবর্তী কার্যক্রমে বোঝা যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবীন্দ্র সঙ্গীত সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এ মন্তব্য করেন।

আব্দুর রাজ্জাকের পদত্যাগ ও বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে দীপু মনি বলেন, ‘জামায়াত নেতা যে কথাগুলো বলেছেন, তা নিশ্চয়ই ভালো। তার ওই কথাগুলোকে স্বাগত জানাই। কিন্তু কথাগুলো তিনি কী উদ্দেশ্যে বলছেন, তা তার পরবর্তী কার্যক্রম দিয়েই বুঝা যাবে।’

তিনি আরও বলেন, ‘জঙ্গিবাদের পৃষ্ঠপোষক জামায়াতের আদর্শও ওই জঙ্গিবাদ। এখন আব্দুর রাজ্জাকরা ওই কথিত আদর্শ ধারণ করে ভিন্ন নামে কোনও সংগঠন করার অপপ্রয়াস চালান কিনা, তা আমাদের দেখা দরকার।’

চলমান এসএসসি পরীক্ষার ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, ‘দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অত্যন্ত ভালোভাবে, সুষ্ঠুভাবে পরীক্ষা চলছে। সেজন্য সংশ্লিষ্ট সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আমরা আশা করি, আগামী যে ক’টা পরীক্ষা আছে, সেগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, যেখানে কোনও ধরনের অব্যবস্থাপনা বা কোনও ধরনের গাফিলতির অভিযোগ উঠবে না।’

তিনি আরও বলেন, ‘এপর্যন্ত পরীক্ষায় যেসব ব্যত্যয় ঘটেছে, সেগুলো যেন আর ভবিষ্যতে না ঘটে, সেজন্য আমাদের যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, শিক্ষামন্ত্রণালয় থেকে আমরা নেবো।’

এসময় উপস্থিত ছিলেন– চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহেমদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
পাঁচ উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা
বাজেট ২০২৪-২৫পাঁচ উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা
টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর-যুবলীগ নেতার সংঘর্ষে যুবক নিহত
টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর-যুবলীগ নেতার সংঘর্ষে যুবক নিহত
অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’