X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

হাবিপ্রবি’র শিক্ষার্থীদের চার ঘণ্টা মহাসড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৭

হাবিপ্রবি

 

ক্লাস পরীক্ষা চালুর দাবিতে চার ঘণ্টা দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। শনিবার সকাল ১০টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে বসে এ কর্মসূচি পালন করে।

এর আগে শিক্ষার্থীরা ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষক’ লেখা একটি কুশপুত্তলিকা দাহ করে। পরে তারা রাস্তার ওপর বসে বিভিন্ন স্লোগান দেয়। এসময় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে বিকল্প রাস্তা দিয়ে যান চলাচল করে।

শিক্ষার্থীরা জানায়, ১৪ নভেম্বর থেকে টানা ৩ মাস বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসন নিজ নিজ অবস্থানে অনড় থাকায় তারা বিপাকে পড়েছে। কবে নাগাদ ক্লাস-পরীক্ষা চালু হবে এর কোনও নিশ্চয়তা নেই। ইতিমধ্যেই শিক্ষার্থীরা সেশনজটে পড়েছেন। এভাবে চলতে থাকলে  তাদের ভবিষ্যত অন্ধকার হয়ে যাবে। দ্রুত ক্লাস-পরীক্ষা চালুর জন্য প্রশিক্ষার্থীরা শাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেছে।

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের লেভেল-৪, সেমিস্টার-২ এর শিক্ষার্থী শাওন আহমেদ বলেন, ‘একপক্ষের অদক্ষতা এবং আরেক পক্ষের আদর্শহীনতায় সংকটে পড়েছে শিক্ষার্থীরা। তাই পড়ার টেবিল ছেড়ে শিক্ষার্থীদের রাস্তায় আসতে হয়েছে।’

বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আশা বলেন,‘আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। গত ৩ মাস ধরে ক্লাস-পরীক্ষা হচ্ছে না। আমরা অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই ক্ষতিপূরণ কে দেবে।’

রুবি আকতার জানান,‘আমাদের ক্লাস-পরীক্ষা কবে শুরু হবে প্রশাসনের কাছে এর জবাব চাই।’

শিক্ষার্থী ঈশিকা জানান, এর আগে অনেকবার শিক্ষকদের ক্লাস-ও পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানানো হলেও শিক্ষকরা নিজ অবস্থানে অনড়। এ ব্যাপারে কেউ কোনও উদ্যোগ নিচ্ছে না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. খালেদ হাসান জানান, এরইমধ্যে শিক্ষকদের আন্দোলন নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু তারা যে দাবি জানিয়েছেন তা অযৌক্তিক এবং মেনে নেওয়ার মত না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চার সদস্য আসছেন। তারা শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে চলমান সংকট নিরসন করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়গুলো নিয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।কমিটির সদস্যরা শিগগির তদন্ত শুরু করবেন।

উল্লেখ্য, ১৪ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ৫৭ জন সহকারী অধ্যাপক ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন করছেন। তার নারী শিক্ষিকদের শ্লীলতাহানিসহ শিক্ষকদের লাঞ্ছিত করার বিচার ও বেতন বৈষম্য দূর করাসহ কয়েকটি দাবিতে এ আন্দোলন করছেন। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখেছেন প্রগতিশীল শিক্ষক ফোরামও। এর ফলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিয়ারিং অনুষদ ও বিজ্ঞান অনুষদসহ কয়েকটি বিভাগের ক্লাস-পরীক্ষা রয়েছে। এর আগে ক্লাস ও পরীক্ষায় ফেরার দাবিতে প্রশাসনিক এবং একাডেমিক ভবনে তালা ঝুলানো ও মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষকরা ও প্রশাসন একাধিকবার আলোচনা বসলেও কোনও ধরনের সুরাহা হয়নি।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোটাররা ধান কাটতে থাকায় কেন্দ্রে আসেননি: সিইসি
ভোটাররা ধান কাটতে থাকায় কেন্দ্রে আসেননি: সিইসি
ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দিচ্ছিল একদল যুবক
ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দিচ্ছিল একদল যুবক
তাপপ্রবাহে বিক্রি হচ্ছিলো ‘নকল স্যালাইন’, এ রকম ঘটনার তথ্য চাইলেন হারুন
তাপপ্রবাহে বিক্রি হচ্ছিলো ‘নকল স্যালাইন’, এ রকম ঘটনার তথ্য চাইলেন হারুন
বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ