X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘বিতর্কিত নির্বাচনে দেশে কৃত্রিম বিরোধী দলের সৃষ্টি হয়েছে’

বরিশাল প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৮

সভায় অন্যদের মধ্যে বদিউল আলম মজুমদার (ছবি– প্রতিনিধি)

সুশাসনের জন্য নাগরিক-এর (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার দাবি করেছেন, ‘বিতর্কিত নির্বাচনের মধ্যদিয়ে দেশে যে কৃত্রিম বিরোধী দলের সৃষ্টি হয়েছে তা সত্যিকারের বিরোধী দল নয়। তাই জনগণকেই বিরোধ দলের ভূমিকা পালন করতে হবে।’

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর রায় রোডের খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে সুজনের বিভাগীয় পরিকল্পনা সভায় সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বদিউল আলম মজুমদার বলেন, ‘একটা গণতন্ত্রের সূচনা হয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। দেশে নির্বাচন বিতর্কিত হয়েছে। আগামীতে কীভাবে নির্বাচনটা গ্রহণযোগ্য করা যায়, কীভাবে নির্বাচনের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনা যায়, সে ব্যাপারে কাজ করতে হবে। সুজন সেই কাজটিই করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের কাঠামোটাই হচ্ছে নজরদারির কাঠামো; রাষ্ট্রের ৩টি বিভাগ একে-অপরের উপর নজরদারি করবে। এখানে বিরোধী দলের ভূমিকা অপরিসীম। বিরোধী দল ছাড়া গণতন্ত্র হয় না। সংসদে বিরোধী দল থাকতে হবে, সংসদের বাইরেও বিরোধী দল থাকতে হবে। তাই নাগরিক সমাজকে ইতিবাচক মনোভাব নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করে সরকারের ভুল-ত্রুটি শুধরে দিতে হবে। সরকার যাতে সঠিকভাবে পরিচালিত হয় এবং মানুষের কল্যাণে কাজ করে, সেটা নিশ্চিত করতে হবে।’

সুজনের বিভাগীয় পরিকল্পনা সভার সমন্বয়কারী ও জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপিতত্বে এতে প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার, আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, ঝালকাঠি সুজনের সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, বরগুনা সুজনের সম্পাদক অ্যাডভোকেট কাদের হোসেন, ভোলা সুজনের উপদেষ্টা মো. মোবাসসের হোসেন এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা সভাপতি অধ্যক্ষ জাহিদ হোসেন বক্তব্য রাখেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…