X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আল মাহমুদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০০

কবি আল মাহমুদের মরদেহের কফিনে শ্রদ্ধা নিবেদন মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। রবিবার (১৭ ফেব্রুয়ারি) বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে মরদেহ ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ মৌড়াইল কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজার আগে বেলা ১১টা থেকে সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শহীদ মিনারের সামনে রাখা হয়। সেখানে কবির স্মৃতিচারণ করে কবিতা পাঠ করেন বিভিন্ন স্থান থেকে আসা কবি-সাহিত্যিকেরা।
জানাজার পর কবি আল মাহমুদের মরদেহের কফিনে কবি পরিবার, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, জেলা আইনজীবী সমিতি, দৈনিক সমতট বার্তা পরিবারসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এর আগে শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টায় কবির মরদেহ ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ মৌড়াইলের মোল্লা বাড়িতে এসে পৌঁছায়।
কবি আল মাহমুদের জানাজা জানাজায় ইমামতি করেন মোল্লা বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আশেক উল্লাহ ভূঁইয়া। জানাজার আগে কবি মহিবুর রহিমের সঞ্চালনায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শহীদ মিনারের বেদীতে বক্তব্য রাখেন কবির ছেলে মীর মোহাম্মদ মনির, ভাষা সৈনিক মোহাম্মদ মুসা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ ম রশিদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ও কবি আল মাহমুদের মামা হাফিজুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন প্রমুখ।
প্রসঙ্গত, শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে কবি আল মাহমুদ ইন্তেকাল করেন। কবি ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন বড়। কবি নিজ এলাকায় পিয়ারু মিয়া নামে পরিচিত ছিলেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি