X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আশুলিয়ায় পৃথক ঘটনায় নারী শ্রমিকসহ দুইজনকে হত্যা

সাভার প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৩

হত্যা

 

আশুলিয়ায় পৃথক ঘটনায় পোশাক কারখানার এক নারী শ্রমিকসহ দুই জনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে রবিবার দুপুরে জামগড়ার রুপায়ন ও সকালে দুর্গাপুর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের দুই নারীর স্বামীই পলাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ।

নিহতরা হচ্ছে, পোশাক শ্রমিক সম্পা বেগম (২৮) ও হাসনা হেনা (২২)।

নিহত নারী শ্রমিকের পরিবার জানায়, পোশাক শ্রমিক সম্পা গাইবান্ধা জেলার সাদুল্যাপুর এলাকার সামছুল মিয়ার মেয়ে। সে আশুলিয়ার দুর্গাপুর এলাকায় স্বামী বিল্লালের সঙ্গে ভাড়া বাড়িতে থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। রবিবার সকালে তার কক্ষে লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা বিষয়টি থানায় জানায়। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অন্যদিকে নিহত হাসনা হেনা জামগড়া এলাকায় তার স্বামী নয়নের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন। তার গ্রামের বাড়ি দিনাজপুর এলাকায়। রবিবার দুপুরের দিকে স্থানীয়রা তার কক্ষের ভেতরে বালিশ চাপা অবস্থায় নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন,‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজনকে বালিশ চাপা দিয়ে ও অপরজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পৃথক মামলা হয়েছে। ঘটনার পর থেকে দুজের স্বামীই পলাতন।  তাদের আটক জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!