X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জব কর্নারে সিভি দিয়ে চাকরি পেলেন ২১১ প্রার্থী

আসাদুজ্জামান রিপন, নরসিংদী
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৪২

 

এক প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক জাতীয় উন্নয়ন মেলার জব কর্নারে সিভি জমা দিয়ে চাকরি পেয়েছেন ২১১ প্রার্থী। রবিবার (১৭ ফেব্রুয়ারি) তাদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। প্রাণআরএফল গ্রুপে তাদের চাকরি হয়েছে।

জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন জানান, চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ তে নরসিংদীর জেলা প্রশাসন ‘জব কর্নার’ নামে একটি স্টল দেয়। সেখানে জমা পড়া সিভি বাছাই করা হয়। উন্নয়ন মেলার সমাপনী দিনেই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নরসিংদীর সহযোগিতায় ১২ জনকে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নিয়োগপত্র দেওয়া হয়। পরে বাছাই করা প্রার্থীদের সিভি প্রাণ আরএফএল গ্রুপকে দেওয়া হয়। যোগ্যতা অনুযায়ী ২১১ জনকে প্রাথমিকভাবে নিয়োগ দেয় প্রাণ আরএফএল গ্রুপ। তারা প্রাথমিক ধাপ (শিক্ষানবিশকাল) সফলভাবে সম্পন্ন করায় রবিবার তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

ঘোড়াশাল প্রাণআরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর জেনারেল ম্যানেজার মো. মোস্তাক চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ২১১ জনকে চাকরি দিতে পেরে খুবই আনন্দিত। যারা চাকরি পেয়েছেন, তারা প্রকৃতপক্ষেই যোগ্য ও মেধাবী। শিক্ষানবিশ সময়ে আমরা তাদের যোগ্যতা সম্পর্কে বুঝতে পেরেছি। আগামী ২০৩০ সালের মধ্যে শুধু নরসিংদী জেলাতেই প্রাণ কর্তৃপক্ষ দেড়লাখ মানুষের কর্মসংস্থান করতে পারবে বলে আশাবাদী।’

চাকরিপ্রাপ্ত ঘোড়াশাল প্রাণআরএফএল পাবলিক স্কুলের শিক্ষক নিজাম উদ্দিন বলেন, ‘লেখাপড়া শেষে চাকরির জন্য খুব চেষ্টা করেও পাচ্ছিলাম না। বন্ধুদের মাধ্যমে খবর পেয়ে গত বছর জেলা উন্নয়ন মেলার জব কর্নারে সিভি জমা দেই। এখন চাকরি পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞ।’

প্রাণআরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক হিসেবে চাকরিপ্রাপ্ত দিলরুবা খান বলেন, ‘ছাত্রজীবন শেষে দুই বছর চাকরি জন্য অনেক চেষ্টা করেও পাচ্ছিলাম না। জেলা প্রশাসনের উন্নয়ন মেলায় সিভি জমা দিয়ে এখন আমি চাকরি পেয়েছি। বেকারদের জন্য জব কর্নার নরসিংদীর জেলা প্রশাসকের একটি যুগান্তকারী পদক্ষেপ।’  

জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, ‘জেলা প্রশাসনের এ উদ্যোগ ও প্রাণ আরএফএল  গ্রুপের সহযোগিতা ২১১টি পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। নরসিংদীর অন্যান্য বৃহৎ শিল্প প্রতিষ্ঠানসমূহও এই উদ্যোগের সঙ্গে শামিল হবে। পর্যায়ক্রমে উন্নয়ন মেলার জব কর্নারে নরসিংদীসহ দেশের অন্যান্য জেলা থেকে প্রাপ্ত যোগ্য প্রার্থীদের সিভি নির্দিষ্ট উপায়ে যাচাই-বাচাইপূর্বক তাদের নিয়োগ দেওয়া হবে।’

জেলা প্রশাসক জানান, জব কর্নারের মূল লক্ষ্য ছিল শিল্প অধ্যুষিত নরসিংদী জেলায় বেকারত্বের হার কমানো।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা