X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

নালিতাবাড়ীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

শেরপুর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩৫

কলাগাছ দিয়ে বানানো অস্থায়ী শহীদ মিনার শেরপুরের নালিতাবাড়ীতে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। ফলে হাতে গোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। কিছু কিছু প্রতিষ্ঠান কাঠ-বাঁশ কিংবা কলাগাছ দিয়ে প্রতীকী শহীদ মিনার তৈরি করে ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলায় প্রাথমিক বিদ্যালয় আছে ১২১টি। এরমধ্যে মাত্র ১২টিতে শহীদ মিনার রয়েছে। মাধ্যমিক বিদ্যালয় ৩৮টি এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আছে ৬টি। এর মধ্যে ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। ২২ মাদ্রাসার একটিতেও নেই শহীদ মিনার। সাতটি কলেজের তিনটিতে আছে শহীদ মিনার।

নালিতাবাড়ী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন বলেন,  ‘নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে শহীদ মিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেসব প্রতিষ্ঠানে সরকারি পৃষ্ঠপোষকতায়  শহীদ মিনার নির্মাণ করে দেওয়া হলে খুবই ভালো হতো। কেননা মফস্বল এলাকায় অনেক প্রতিষ্ঠানে নিজস্ব অর্থায়নে শহীদ মিনার নির্মাণ করার সামর্থ নেই।’

কলাগাছ দিয়ে বানানো অস্থায়ী শহীদ মিনার নালিতাবাড়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন,  ‘শহীদ মিনার নির্মাণ করতে সরকারিভাবে কোনও বরাদ্দ পাওয়া যায় না। তবে আমারা যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেসব প্রতিষ্ঠান প্রধানদের স্থানীয় সরকারের (ইউপি চেয়ারম্যান) সহযোগিতা নিয়ে শহীদ মিনার নির্মাণের পরামর্শ দিয়েছি।’

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা  আরিফুর রহমান বলেন, ‘এরই মধ্যে আমরা উপজেলার কাকরকান্দি ইউনিয়নে সরকারিভাবে একটি শহীদ মিনার নির্মাণ করেছি। যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাহিদা দিলে সরকারি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি