X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মজুরি কমিশনসহ ৭ দফা দাবিতে আন্দোলনের হুমকি পাটকল শ্রমিকদের

খুলনা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৯

পাটকল শ্রমিকদের আন্দোলন (ফাইল ছবি) মজুরি কমিশন বাস্তবায়ন, কলগুলোতে পাট কেনার জন্য অর্থ বরাদ্দ, মজুরি কমিশনসহ ৭ দফা বাস্তবায়নের দাবিতে খুলনার পাটকলগুলোতে শ্রমিকরা আবার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে ৭ দফা বাস্তবায়ন না হলে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা।

বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে শনিবার ক্রিসেন্ট জুট মিলস, খালিশপুর জুট মিলসসহ খুলনার বেশ কয়েকটি পাটকলে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। সেখানেও তারা আন্দোলনের হুঁশিয়ারি দেন। ক্রিসেন্ট জুট মিল সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হেমায়েত উদ্দিন আজাদী বলেন, ‘সরকার ঘোষিত জাতীয় মজুরী ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫’র অংশ হিসেবে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ইস্পাত প্রকৌশল করপোরেশন, খাদ্য ও চিনি করপোরেশন এবং বিসিআইসির অধীনে প্রতিষ্ঠানগুলোতে বাস্তবায়ন করা হয়েছে। অদৃশ্য কারণে বিজেএমসি নিয়ন্ত্রণাধীন পাটকল শ্রমিকদের মুজরী কমিশন বাস্তবায়নের কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি। দেশের পাট চাষীসহ পাট শিল্পের সঙ্গে জড়িত প্রায় কোটি মানুষ হতাশায় ভুগছে।’

খালিশপুর জুট মিল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী মোশারেফ হোসেন বলেন, ‘পাটকলগুলোতে শ্রমিকদের সপ্তাহিক বকেয়া মজুরী, কর্মচারী-কর্মকর্তাদের বকেয়া মাসিক বেতন, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ, গ্রাচ্যুইটি, পাট মৌসুমে পাট কেনার জন্য অর্থ বরাদ্দ, শ্রমিকদের সপ্তাহের বিল সপ্তাহ অন্তর পরিশোধের দাবিসহ সারা দেশের পাটকল শ্রমিকদের দাবি বাস্তবায়নে  বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের উদ্যোগে একটি দাবিনামা গত ১১ ফেব্রুয়ারি বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদফতরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে। পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত ওই দাবিনামায় আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে সব দাবি বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তা না হলে ২৫ ফেব্রুয়ারি আন্দোলন কর্মসূচি ঘোষণা করার কথা ওই চিঠিতে উল্লেখ করা হয়।’

আন্দোলন কর্মসূচির প্রস্তুতি হিসেবে গত শনিবার ক্রিসেন্ট জুট মিলে সিবিএ’র সভাপতি মো. মুরাদ হোসেনের সভাপতিত্বে ও খালিশপুর জুট মিলে কার্যকারী সভাপতি শওকত মোড়লের সভাপতিত্বে পৃথক শ্রমিক সমাবেশে অনুষ্ঠিত হয়।

ক্রিসেন্টের সমাবেশে বক্তৃতা করেন ক্রিসেন্ট জুট মিলের সিবিএ'র সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হেমায়েত উদ্দিন আজাদী, সিবিএ নেতা বাচ্চু মিয়া, মিজানুর রহমান, আ. হামিদ ফারুক, আবুল হোসেন হারুন, আ. সালাম, কালাম, মো. ইসমাইল হোসেন, মো. সিদ্দিক, নুরুল হক, আ. হান্নান। খালিশপুর জুট মিল সমাবেশে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী মোশারেফ হোসেন, আ. মজিদ বকুল, মো. আশরাফ আলী, কামাল হোসেন সেন্টু, আ. রহিম হাওলাদার, আল মামুন, মিল্টন মোল্যা, মো. সাহিদুল ইসলাম। সমাবেশে উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে শ্রমিক নেতারা উল্লেখ করেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’